ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কক্সবাজারের উন্নয়নে মন্ত্রী দাবি

প্রকাশিত: ০৪:১০, ৫ জানুয়ারি ২০১৯

 কক্সবাজারের উন্নয়নে মন্ত্রী দাবি

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ পর্যটন নগরী কক্সবাজার থেকে একাধিক নেতা মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন খবরে জেলাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা ও আনন্দ বয়ে চলেছে। স্বাধীনতার পর থেকে এবারেই জেলার চার আসনের চারটিই উঠেছে আওয়ামী লীগের ঘরে। দলীয় কোন্দল ও অভ্যন্তরীণ ঝামেলা মেটাতে সক্ষম হওয়ায় এবারে কক্সবাজারে চার আসনেই জয়লাভ করেছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীরা। সূত্র জানায়, এবার মন্ত্রিসভার সদস্য সংখ্যা বাড়তে পারে। আসতে পারে নতুন মুখও। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় ও শপথের পর মন্ত্রিত্ব লাভের বিষয়কে কেন্দ্র করে কক্সবাজারের বাসিন্দারা আলোচনা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের নতুন মন্ত্রিসভায় বৃহত্তর চট্টগ্রামের পাশাপাশি পর্যটন শহর থেকেও এক বা একাধিক সদস্য মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন খবরে এখন সেদিকেই সবার দৃষ্টি। কক্সবাজার থেকে একজন মন্ত্রী নেয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। মন্ত্রিসভায় টেকনোক্রেট মন্ত্রী হিসেবে আসতে পারেন পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. আনসারুল করিম। তার থিসীস গবেষণায় সমসাময়িক বিশ্বে ম্যানগ্রুভ বিষয়ে সবচাইতে তথ্যবহুল গবেষণা হিসেবে স্বীকৃতি এবং আরব আমিরাতে শেখ জায়েদ বিন আল-নাহিয়ান কর্তৃক স্বর্ণ পদক উপহার পান তিনি। জানা যায়, একজন সৎ, অমায়িক ও নীতিবান রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এলাকায় তার পরিচিতি রয়েছে। কক্সবাজার কলেজে অধ্যাপনা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে শিক্ষকতা ছাড়াও আওয়ামী লীগের এ নেতার ইউএনডিপি, এশিয়ান উন্নয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংক, ইসলামী উন্নয়ন ব্যাংক, ইউরোপীয় ইউনিয়নসহ উন্নয়ন সহযোগীদের অর্থায়নে দেশে ও বিদেশে পরিবেশ সংরক্ষণ ও ব্যবস্থাপনা সম্পর্কিত প্রকল্প প্রস্তুতকরণ এবং ব্যবস্থাপনার অভিজ্ঞতা রয়েছে। তিনি ছাড়াও নতুন মন্ত্রিসভায় কক্সবাজারে প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় আছেন, আশেক উল্লাহ রফিক ও সাইমুম সরওয়ার কমল এমপি। সূত্র আরও জানায়, গত ১০ বছরে টানা ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের মানুষকে আওয়ামী লীগ-বিএনপি সমর্থক হিসেবে ফারাক করেননি। জেলার প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক উন্নয়নের কর্মযজ্ঞ চালিয়ে আসছে সরকার। সবচেয়ে বড় বড় মেগাপ্রকল্প কক্সবাজারেই বাস্তবায়ন হচ্ছে। মাতারবাড়ীতে হচ্ছে দেশের সর্ববৃহৎ কয়লাভিত্তিক বিদ্যুত প্রকল্প। নির্মাণ হচ্ছে গভীর সমুদ্রবন্দর। তাই এসব বিবেচনা করে টেকনোক্রেট মন্ত্রী হিসেবে ড. আনসারুল করিম ও প্রতিমন্ত্রী হিসেবে ও সাংসদ সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক মন্ত্রিসভায় ঠাঁই পাবেন বলে মন্তব্য করছেন অনেকে।
×