ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জানা- অজানা

প্রকাশিত: ০৪:০৫, ৫ জানুয়ারি ২০১৯

জানা- অজানা

ল্গপেঙ্গুইনের বিচরণ শুরু মানুষেরও অনেক আগে। এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে প্রাচীন পেঙ্গুইনের ফসিলটি প্রায় ৬ কোটি বছর আগের। * পানির নিচে পেঙ্গুইনরা নিঃশ্বাস না নিয়েও ২০ মিনিট কাটিয়ে দিতে পারে। * স্থলের তুলনায় পানির নিচ দিয়ে চলাচলের সময় পেঙ্গুইনরা চোখে বেশি ভাল দেখতে পায়। *বছরের একটা নির্দিষ্ট সময়ে পেঙ্গুইনের সব পালক ঝরে যায় এবং এর বদলে নতুন পালক জন্মায়। পালক পরিবর্তন হতে ১৪ থেকে ২১ দিন সময় লাগে। এসময় পেঙ্গুইন পাখিকে দেখায় ফাটা বালিশের মতো। * শান্তির প্রতীক কবুতর। *পৃথিবীতে প্রায় আড়াই লাখ গাছ আছে। * পাথরকুচি গাছ পাতা থেকে জন্ম নেয়। * ফণীমনসা গাছের পাতা নেই। *সবচেয়ে বড় জলচর প্রাণী নীল তিমি। * গরুর চারটি পাকস্থলী আছে। উম্মে হাবিবা (অহনা) সংহতি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় হিজলা, বরিশাল শ্রেণী-৯ম
×