ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্র শিল্পের সম্ভাবনার বছর-২০১৯

প্রকাশিত: ০৪:০০, ৫ জানুয়ারি ২০১৯

চলচ্চিত্র শিল্পের সম্ভাবনার বছর-২০১৯

গৌতম পান্ডে ॥ দর্শক চাহিদা পুরোপুরি মেটাতে ব্যর্থ, বিদায় নেয়া ২০১৮ সালে মুক্তি পাওয়া বেশিরভাগ চলচ্চিত্র। জানা যায় দেশীয় ও যৌথ প্রযোজনা এবং আমদানি করা মিলে গত বছর দেশে মুক্তি পাওয়া চলচ্চিত্রের সংখ্যা ছিল ৫৬টি। হাতে গোনা কয়েকটি আলোচনায় আসলেও খুব বেশি যে ব্যবসা সফল হয়েছে বলা যাবে না। একথা বলাই বাহুল্য যে দেশের চলচ্চিত্র যে দিন দিন জৌলুস হারাতে বসেছে। ব্যবসায়িক লোকসানের কারণে দিনকে দিন সিনেমা হল বিলুপ্ত হচ্ছে। এটা দেশীয় চলচ্চিত্র শিল্পের জন্য অনেকটাই হুমকি স্বরূপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে হাল ছাড়ছেন না এদেশের চলচ্চিত্র সংশ্লিষ্টরা। বছরের পর বছর লোকসানের বোঝা কাঁধে নিয়েও নির্মাণ করে চলেছেন একাধিক চলচ্চিত্র। নানাভাবে চেষ্টা করে যাচ্ছেন এই শিল্পের চাকা সচল রাখতে। মুনাফা হারিয়েও প্রযোজকরা টাকা লগ্নি করছেন। হতাশা কাটিয়ে নতুন উদ্যমে চ্যালেঞ্জ নিয়ে নামছেন নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা। পুরনো বছরের হতাশা কাটিয়ে একটি সফল বছর পাবে বাংলাদেশী চলচ্চিত্র সেই প্রত্যাশায় বুক বাঁধছেন অনেকে। ২০১৯ সালে মুক্তি পাবে এমন তালিকায় কিছু ভাল মানের ও বাজেটের চলচ্চিত্র রয়েছে। দর্শককে হলমুখী করতে চলচ্চিত্রগুলো ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বরাবরের মতো এবারও ঢালিউড কিং শাকিব খান আধিপত্য বিস্তার করবে বলে ধারণা করা হচ্ছে। তার অভিনীত ‘নোলক’, ‘শাহেনশাহ’, ‘একটু প্রেম দরকার’ চলচ্চিত্রগুলো মুক্তি পাবে এ বছর। গল্প নির্মাণের চমকে চলচ্চিত্রগুলো মুগ্ধতা ছড়াতে পারে এমনটাই প্রত্যাশা বর্তমানের সেরা নায়কের। ‘নোলক’ চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে আছেন ববি, ‘শাহেনশাহ’ চলচ্চিত্রে শাকিবের দুই নায়িকা নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত। আর শাহীন সুমনের ‘একটু প্রেম দরকার’ চলচ্চিত্রে শাকিব খানের নায়িকা বুবলী। এছাড়াও চলতি বছরে শাকিব খানের দেখা মিলতে পারে কাজী হায়াতের ‘বীর’ চলচ্চিত্রেও । চলচ্চিত্রটির মহরত হয়ে গেল সম্প্রতি। তবে শূটিং শুরু না হওয়া চলচ্চিত্রটির মুক্তির বিষয়টিও নিশ্চিত নয়। বলে রাখা যায়, গেল দুই তিন বছরের মতো চলতি বছরে কলকাতার চলচ্চিত্রে নাও দেখা যেতে পারে শাকিবকে। এর পর গত বছরে সেরা নায়ক হিসেবে আলোচনায় সিয়াম আহমেদ। চলতি বছরটাও তার ভাল কাটবে সেই প্রত্যাশা করাই যায়। সিয়ামের ভক্তরা ও চলচ্চিত্রের দর্শক এই বছরেই উপহার পাবেন হয়ত সিয়ামের সেরা চলচ্চিত্রটির। তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’ চলচ্চিত্র নিয়ে হাজির হওয়ার কথা। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্রটি সিয়ামকে অন্য উচ্চতায় নিয়ে যাবে এমনটাই ভাবছেন চলচ্চিত্র বোদ্ধারা। জিতে নিতে পারেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। এই চলচ্চিত্রে তার বিপরীতে আছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও সিয়ামকে দেখা যেতে পারে জাজের একটি চলচ্চিত্রে । সেখানে তার নায়িকা পূজা চেরী।নুসরাত ইমরোজ তিশার ভক্তরাও এবার হলে গিয়ে প্রিয় অভিনেত্রীর তিনটি চলচ্চিত্র দেখার সুযোগ পাবেন। সেগুলো মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবারের বিকেল’, তৌকীরের ‘ফাগুন হাওয়ায়’ ও যৌথ প্রযোজনার ‘হলুদ বনি’।চলতি বছরে ‘শনিবারের বিকেল’, ‘সাপলুডু’ চলচ্চিত্র দুটো দিয়ে প্রায় এক বছর পর হলে আসবেন নন্দিত অভিনেতা জাহিদ হাসানও। তাকে কলকাতার রাইমা সেনের বিপরীতেও একটি চলচ্চিত্র দেখার সুযোগ হয়ত পাবেন দর্শক। ২০১৯ সালে সাফল্যের রং ছড়াতে পারেন চিত্রনায়ক সাইমন ও চিত্রনায়িকা মাহি। তাদের ‘আনন্দ অশ্রু’ চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে রোমান্টিক গল্পে। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই চলচ্চিত্রটি নিয়ে অনেক প্রত্যাশা ‘পোড়ামন’খ্যাত জুটির।এছাড়াও সাইমনের দেখা মিলবে ‘নদীর বুকে চাঁদ’ ও ‘বাহাদুরি’ নামের চলচ্চিত্রে। নায়িকা মাহির ‘অন্ধকার জগত’ চলচ্চিত্রটি দেখতে হলে যেতে পারবেন তার ভক্তরা। বদিউল আলম খোকন পরিচালিত এই চলচ্চিত্রে মাহির নায়ক ছোট পর্দার ডি এ তায়েব। তবে এই চলচ্চিত্রটির মুক্তির তারিখ বার বার পেছানোয় অনেকটাই সমালোচনার মুখে পরেছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।চিত্রনায়ক বাপ্পীর জন্য ২০১৮ সালটা ছিল বেশ চ্যালেঞ্জের। দুটি আলোচিত চলচ্চিত্রও তিনি উপহার দিয়েছেন ‘পলকে পলকে তোমাকে চাই’ ও ‘নায়ক’ নামে। চলতি বছরেও তিনি হাজির হবেন সিনেমা নিয়ে। মিমের বিপরীতে ‘দাগ’ দিয়ে শুরু হবে তার বছর। মুক্তির মিছিলে আছে ‘ডেঞ্জারজোন’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ চলচ্চিত্র দুটিও। তার মধ্যে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ চলচ্চিত্রে বাপ্পীর নায়িকা অপু বিশ্বাস। আর বেলাল সানির ‘ডেঞ্জারজোন’ চলচ্চিত্রে তার নায়িকা জলি। চিত্রনায়ক নিরব দেখা দেবেন পুরান ঢাকার মাস্তানের বেশে। চলতি বছরে মুক্তি পাবে তার ‘আব্বাস’ চলচ্চিত্রটি। সাঈফ চন্দন পরিচালিত এই চলচ্চিত্রটি নিয়ে নিরবের প্রত্যাশা আকাশা ছোঁয়া। তিনি আশা করছেন মারদাঙ্গা এ্যাকশন ধাঁচের চলচ্চিত্রটি দিয়ে দর্শক মাতাবেন তিনি। চলচ্চিত্রে নিরবের নায়িকা সোহানা সাবা।দিনে দিনে ফিকে হয়ে আসছে যেন আরিফিন শুভর ক্যারিয়ার। ‘ঢাকা এ্যাটাক’ চলচ্চিত্রের সাফল্যের পর তেমন করে বলার মতো কোন সংযোজন নেই এই নায়কের ঝুলিতে। গেল বছরটা ছিল সুপার ফ্লপের। তবে চলতি বছরে বাজিমাত করে দেখানোর অপেক্ষায় শুভ। বিদ্যা সিন্হা মিমের বিপরীতে গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় শুভকে দেখা যাবে ‘সাপলুডু’ চলচ্চিত্রে । চলচ্চিত্রটি দিয়ে শুভ সাফল্য পেতে পারেন বলে মনে করেন এর নির্মাতা দোদুল। এছাড়াও এই নায়ককে নিয়ে নতুন চলচ্চিত্রের ঘোষণা দিয়েছে ‘ঢাকা এ্যাটাক’ টিম। এটিও হলে আসতে পারে এই বছরে। ‘সাপলুডু’, ‘দাগ’ ছাড়াও মিম ভক্তদের জন্য সুখবরের নাম ‘থাই কারি’। কলকাতার একক প্রযোজনার এই চলচ্চিত্রটি চলতি বছরে বাংলাদেশে মুক্তি পেতে পারে সাফটা চুক্তির আওতায়। এখানে মিমের নায়ক সোহম চক্রবর্তী।চিত্রনায়ক ফেরদৌসকে ২০১৯ সালে হলে দেখা যাবে দুটি বিগ বাজেটের চলচ্চিত্রে । দুটি চলচ্চিত্রই নির্মাণ করবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। এর মধ্যে একটির নাম ‘জ্যাম’ ও অন্যটি হলো ‘গাঙচিল’।২০১৯ সালে চলচ্চিত্রে চমক হতে পারেন কণ্ঠশিল্পী থেকে গায়ক হওয়া তাহসান। নায়ক হিসেবে তিনি হাজির হবেন ‘যদি একদিন’ চলচ্চিত্রে। এখানে তার নায়িকা কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী। মোস্তফা কামাল রাজ পরিচালিত এই চলচ্চিত্রে আরও দেখা যাবে ‘ঢাকা এ্যাটাক’ চলচ্চিত্রের ভিলেন চরিত্রে অভিনয় করা তাসকিন রহমানকেও।অভিনেত্রী জয়া হাজির হবেন কলকাতার ‘ক্রিসক্রস’ চলচ্চিত্রটি নিয়ে। এটি সাফটা চুক্তিতে মুক্তি পেলে হলে গিয়ে দেখতে পারবেন তার ভক্তরা। এছাড়া নিজের প্রযোজনায় তিনি নির্মাণের ঘোষণা দিয়েছেন ‘ফুড়ুৎ’ নামের একটি চলচ্চিত্র। এটিও চলতি বছরে মুক্তি পেতে পারে। নতুন নায়িকা অধরা খান ‘ড্রিমগার্ল’, ‘বখাটে’ দিয়ে এবারও হলে আসতে পারেন। পূজাকে দেখা যাবে সিয়ামের বিপরীতেই একটি চলচ্চিত্রে। এর নাম এখনও ঠিক হয়নি।এছাড়াও চলতি বছরে বাজিমাত করতে পারে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত ‘মাসুদ রানা’কে নিয়ে নির্মিত জাজ মাল্টিমিডিয়ার চলচ্চিত্রটি। জাজের প্রযোজনায় সিয়াম-পূজার চলচ্চিত্রটিও আনতে পারে ব্যবসায়িক সাফল্য।২০১৯ সালে মুক্তি পাবে আমিন খান-পপি, ইমন-শিরিন শিলারি ‘সাহসী যোদ্ধা’ চলচ্চিত্রটি। দর্শক মুগ্ধ করতে পারে ‘বিউটি সার্কাস’, ‘ঊনপঞ্চাশ বাতাস’ চলচ্চিত্রগুলো। মুক্তি পেলে চলতি বছরটা মাতিয়ে দিতে পারেন অমিতাভ রেজা চৌধুরীর দীপংকর দীপন, হিমেল আশরাফের মতো নির্মাতা। এর মধ্যে অমিতাভের ‘রিকশা গার্ল’ ও হিমেলের ‘প্রিয়তমা’ আলোচনায় আছে। অনেক নতুন চলচ্চিত্রের নাম যুক্ত হবে এ বছর, এমনটাই আশা করছেন চলচ্চিত্র প্রেমীরা। চলচ্চিত্রের সোনালি দিন আবার ফিরে আসুক। বছরজুড়ে নতুন চলচ্চিত্র সাফল্য বয়ে আনুক। দেশের সিনেমা হলে আবার দর্শকের ভীড়ে মুখর হয়ে উঠুক। দৈন্যদশা থেকে মুক্তি পাক চলচ্চিত্র শিল্প এমনই প্রত্যাশা সবার।
×