ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলে মুস্তাফিজ

প্রকাশিত: ০৭:৩৩, ৪ জানুয়ারি ২০১৯

 ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলে মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেট বিষয়ক বিশ্বব্যাপী জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট, ওয়ানডে ও টি২০ দল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমান। তিনটি দলের মধ্যে তিনিই একমাত্র বাংলাদেশী। উল্লেখ্য, কয়েকদিন আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ঘোষিত বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছিলেন মুস্তাফিজ। ২০১৮ সালের পারফর্মেন্সের বিচারে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইটটি তৈরি করেছে বর্ষসেরা টেস্ট, ওয়ানডে ও টি২০ দল। টেস্ট ও টি২০তে বাংলাদেশের কোন খেলোয়াড় না থাকলেও সদ্য শেষ হওয়া বছরে ৫০ ওভারের ক্রিকেটে বল হাতে চমৎকার পারফর্মেন্সের পুরস্কার হিসেবে ‘ক্রিকইনফো’র বর্ষসেরা ওয়ানডে দলে রয়েছেন মুস্তাফিজ। ২০১৮ সালে ওয়ানডেতে সর্বাধিক উইকেট শিকারির তালিকায় ষষ্ঠ স্থানে থাকলেও পেসারদের মধ্যে দ্বিতীয় অবস্থানে মুস্তাফিজ। ১৮ ম্যাচে তার শিকার ২৯ উইকেট। এশিয়া কাপে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই পেসার পাকিস্তানের বিপক্ষে ৪৩ রানে পেয়েছিলেন ৪ উইকেট। ফাইনালে ভারতের বিপক্ষে ১০ ওভারে মাত্র ৩৮ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। তার সঙ্গে ‘ক্রিকইনফো’ বিরাট কোহলির নেতৃত্বে তাদের ওয়ানডে একাদশে রেখেছেন আরও দুই পেসার- ইংল্যান্ডের ক্রিস ওকস ও ভারতের জাসপ্রিত বুমরাহ। বর্ষসেরা ওয়ানডে একাদশ ॥ রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, বিরাট কোহলি (অধিনায়ক), রস টেইলর, শাই হোপ, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওকস, রশিদ খান, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান, জাসপ্রিত বুমরাহ। বর্ষসেরা টেস্ট একাদশ ॥ দিমুথ করুনারতে, টম লাথাম, কেন উইলিয়ামসন (অধিনায়ক), বিরাট কোহলি, হেনরি নিকোলস, জস বাটলার (উইকেটরক্ষক), জ্যাসন হোল্ডার, শ্যানন গ্যাব্রিয়েল, কাগিসো রাবাদা, মোহাম্মদ আব্বাস, নাথান লেয়ন। বর্ষসেরা টি২০ একাদশ ॥ এ্যারন ফিঞ্চ (অধিনায়ক), বাটলার (উইকেটরক্ষক), কলিন মুনরো, বাবর আজম, এবি ডি ভিলিয়ার্স, জো ডেনলি, আন্দ্রে রাসেল, কুলদীপ যাদব, এ্যান্ড্রু টাই, জোফরা আর্চার ও রশিদ খান।
×