ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্টেইন-অলিভিয়ের তোপে বিপর্যস্ত পাকিস্তান

প্রকাশিত: ০৭:৩৩, ৪ জানুয়ারি ২০১৯

  স্টেইন-অলিভিয়ের তোপে বিপর্যস্ত পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ শুরুতে ডেল স্টেইন, ভারনন ফিল্যান্ডার আর কাগিসো রাবাদা, মাঝে ডুয়ান অলিভিয়ের। এ চার পেসারের তোপেই কেপটাউন টেস্টে বিপর্যস্ত হয়ে পড়ে সফরকারী পাকিস্তান। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে পরাজয় দেখা পাকিস্তান কেপটাউনে দ্বিতীয় টেস্টের প্রথমদিনেই তাই গুটিয়ে গেছে ১৭৭ রানে। মাত্র ৫৪ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলা পাকদের প্রথম ইনিংসটা এতদূর গেছে মূলত ৭ নম্বরে নেমে অধিনায়ক সরফরাজ আহমেদের ৫৬ রানের একটি দায়িত্বশীল ইনিংসে। দক্ষিণ আফ্রিকার হয়ে অলিভিয়ের ৪ ও স্টেইন ৩ উইকেট নিয়েছেন। ৩ টেস্টের সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরিয়নে সফরকারী পাকিস্তানকে সন্ত্রস্ত করেছিল প্রোটিয়া পেস আক্রমণ। তাই পরাজয় দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু হয়েছিল সরফরাজদের। দ্বিতীয় টেস্টে তাই প্রোটিয়া একাদশে ঠাঁই হয়নি কোন স্বীকৃত স্পিনারের। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে পাকরা। কিন্তু প্রথম থেকেই যেন আগুনের গোলা নিক্ষেপ শুরু করেছিলেন স্টেইন-ফিল্যান্ডার। তাই পাকদের উদ্বোধনী জুটি স্থায়ী হয়েছে মাত্র ৯ রান পর্যন্ত। প্রথম আঘাত স্টেইনের- সাজঘরে ফেরেন ফখর জামান (১)। দলীয় ১৩ রানে আরেক ওপেনার ইমাম-উল-হককে (৮) শিকার করেন ফিল্যান্ডার। এরপর অলিভিয়ের-রাবাদা জুটি রীতিমতো কাঁপিয়ে দেন পাক ব্যাটসম্যানদের ভিত। একাই লড়াই চালিয়ে গেছেন শান মাসুদ। কিন্তু এর আগেই আজহার আলী (২) ও আসাদ শফিককে (২) আউট করেছেন অলিভিয়ের এবং বাবর আজমকে (২০) সাজঘরে ফেরান রাবাদা। দলীয় ৫৪ রানেই ৫ উইকেট খুইয়ে ধুঁকতে থাকা পাকদের কিছুটা আশার আলো দেখাচ্ছিলেন শান। তিনিও ৭১ বলে ৫ চার, ১ ছক্কায় ৪৪ রান করে রাবাদার দ্বিতীয় শিকারে পরিণত হলে চরম বিপর্যয়ে পড়ে পাকিস্তান। কারণ তখন ৬ উইকেটে দলীয় রান মাত্র ১১৪। সেই অবস্থায় হাল ধরেন অধিনায়ক সরফরাজ। মোহাম্মদ আমিরকে সঙ্গে নিয়ে ৪২ রানের জুটি গড়েন সপ্তম উইকেটে। এরপরই সরফরাজ ৮১ বলে ৯ চারে ৫৬ রান করার পর অলিভিয়েরের তৃতীয় শিকারে পরিণত হন। স্টেইন মুড়ে দেন পাক ব্যাটিং লাইনআপের লেজটাও। আমির ২২ রানে অপরাজিত থাকেন। ১৭৭ রানেই গুটিয়ে যায় পাকদের প্রথম ইনিংস।
×