ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর কাছে আলাদা ফুটবল স্টেডিয়ামের প্রস্তাব দেবেন মুর্শেদী

প্রকাশিত: ০৭:২৫, ৪ জানুয়ারি ২০১৯

 প্রধানমন্ত্রীর কাছে আলাদা ফুটবল স্টেডিয়ামের প্রস্তাব দেবেন মুর্শেদী

স্পোর্টস রিপোর্টার ॥ এতদিন কাজ করেছেন ফুটবল সংগঠক হিসেবে, এখন সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর বাড়তি দায়িত্ব। জাতীয় বাজেটে ফুটবলকে অন্তর্ভুক্ত করতে কাজ করবেন খুলনা-৪ আসনের এই সংসদ সদস্য। ফুটবলের জন্য আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের পরিকল্পনা আছে। জাতীয় দলের উন্নয়নে গুরুত্ব দিতে হবে বয়সভিত্তিক ফুটবলে- এমনটাই বলছেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে তোড়জোড় এখন মন্ত্রিসভা গঠনের। আওয়ামী লীগের টানা তৃতীয় মেয়াদের শুরুতে বাড়তি আগ্রহ ক্রীড়াঙ্গনে। মাশরাফি-মুর্শেদীদের জয় বাড়িয়ে দিয়েছে প্রত্যাশা। গত অক্টোবরে খুলনা-৪ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন মুর্শেদী। এবার সাবেক তারকা ফুটবলারের রোমাঞ্চ নির্বাচিত হয়ে জাতীয় সংসদে প্রবেশ করার। তিন মাসের ব্যবধানে দু’বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে আত্মবিশ্বাসী সালাম মুর্শেদী অনুভব করছেন বাড়তি দায়িত্ব। বয়সভিত্তিক ফুটবলের সাফল্যে তৃপ্তি আছে। তবে জাতীয় দলের পারফর্মেন্সে সন্তুষ্ট হবার উপায় নেই। হারানো গৌরব ফিরিয়ে আনতে বয়সভিত্তিক ফুটবলকেই পরিকল্পনার কেন্দ্রে রাখছেন মুর্শেদী। পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়মিত লীগ আয়োজনের কৃতিত্ব আছে তার। এবার ঢাকার বাইরে ফুটবল ছড়িয়ে দেবার পরিকল্পনা আছে তার। জাতীয় বাজেটে ফুটবলের জন্য একটি বিশেষ বরাদ্দ চাওয়া হবে। যেটা ব্যয় হবে তৃণমূল পর্যায়ের ফুটবলারদের মানোন্নয়নে। এটাই পরিকল্পনা সালামের। শুধু তাই নয়, ফুটবলের জন্য একটি নির্দিষ্ট স্টেডিয়াম নির্মাণে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা দেয়া হবে বলেও জানান তিনি। জিরো থেকে সালাম মুর্শেদীর হিরো হওয়ার গল্পটা সবারই জানা। এই পথে সিঁড়ি হিসেবে তাকে এগিয়ে দিয়েছিল ফুটবল, সেটা এখনও তিনি স্বীকার করেন অকপটে। তাই দায়বদ্ধতাও জাগে। মুমূর্ষু অবস্থা থেকে আবারও খেলাটিকে কক্ষপথে ফেরানোর চেষ্টা করবেন তিনি। মাঠের ফুটবল থেকে অবসর নিলেও বাফুফের সিনিয়র সহ-সভাপতি হয়ে টেবিলের ফুটবল সালাম মুর্শেদী খেলছেন বহুদিন। এবার বড় হয়েছে সে পরিধি। সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সরাসরি সুযোগ থাকছে ফুটবলের উন্নয়নে কাজ করার। যে পরিকল্পনা ইতোমধ্যেই সাজিয়ে নিয়েছেন তিনি। বাংলাদেশের ফুটবলের ইতিহাস স্বাধীনতাপূর্ব সময় থেকেই। তবে আশ্চর্যজনক হলেও সত্যি- এই দীর্ঘ সময়েও আমাদের দেশে তৈরি হয়নি খেলাটির জন্য বিশেষায়িত কোন স্টেডিয়াম। সেই খরা ঘোচানোর উদ্যোগ নিয়েছেন সালাম মুর্শেদী। দ্বারস্থ হবেন প্রধানমন্ত্রীর। এছাড়াও বাংলাদেশে যেসব স্টেডিয়াম উপযোগিতা হারিয়েছে ব্যবহারের তা সংস্কারের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন সালাম।
×