ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডেনিস তারকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১৫২ নম্বর খেলোয়াড় বিয়ানকা আন্দ্রেস্কু

দ্বিতীয় রাউন্ড থেকেই ওজনিয়াকির বিদায়

প্রকাশিত: ০৭:২৪, ৪ জানুয়ারি ২০১৯

  দ্বিতীয় রাউন্ড থেকেই ওজনিয়াকির বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ বড় স্বপ্ন নিয়ে নতুন মৌসুম শুরু করেছিলেন ক্যারোলিন ওজনিয়াকি। অকল্যান্ডে নিজের প্রথম ম্যাচে জয়ও পেয়েছিলেন ডেনমার্কের এই টেনিস তারকা। কিন্তু দ্বিতীয় রাউন্ডেই অঘটনের শিকার হলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান। বৃহস্পতিবার তাকে হারিয়ে চমক উপহার দেন কানাডার তরুণ প্রতিভাবান খেলোয়াড় বিয়ানকা আন্দ্রেস্কু। এদিন তিনি ৬-৪ এবং ৬-৪ গেমে পরাজিত করেন অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন ক্যারোলিন ওজনিয়াকিকে। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর খেলোয়াড় ক্যারোলিন ওজনিয়াকি। অন্যদিকে বিশ্বের ১৫২ নম্বর খেলোয়াড় বিয়ানকা আন্দ্রেস্কু। স্বাভাবিকভাবেই ভক্ত-অনুরাগীরা ধরে নিয়েছিলেন ম্যাচটা এক তরফা জিতবেন ডেনিস তারকা। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না ওজনিয়াকি। উল্টো ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকেন কানাডার অবাছাই। যার বয়স মাত্র ১৮। প্রথম সেট ৬-৪ গেমে জিতে আত্মবিশ্বাসটা বেড়ে যায় তার বহুগুণে। দ্বিতীয় সেটেও পারফর্মেন্সের ধারাবাহিতা ধরে রাখেন কানাডার তরুণ প্রতিভাবান এই খেলোয়াড়। সরাসরি দুই সেটে ম্যাচ জিতে অকল্যান্ড ক্লাসিকের কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করেন তিনি। র‌্যাঙ্কিংয়ের বিবেচনায় এটা আন্দ্রেস্কুর ক্যারিয়ারের দ্বিতীয় সেরা পারফর্মেন্স। এর আগে তিনি বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সর্বোচ্চ ১৩ নম্বরে থাকা কোন খেলোয়াড়কে হারিয়েছিলেন। ক্রিস্টিনা মাদেনোভিচকে হারিয়ে জীবনের প্রথম কোন টুর্নামেন্টের শেষ আটে জায়গা করে নিয়েছিলেন আন্দ্রেস্কু। ২০১৭ সালে ওয়াশিংটনের সিটি ওপেনেই প্রথমবার কোয়ার্টার ফাইনাল খেলেছিলেন তিনি। অকল্যান্ডে এবার দ্বিতীয়বারের মতো শেষ আটে লড়াই করতে দেখা যাবে পাঁচফুট পাঁচ ইঞ্চি উচ্চতার এই খেলোয়াড়কে। ক্যারোলিন ওজনিয়াকির মতো বিশ্বমাপের খেলোয়াড়কে হারিয়ে আনন্দে আত্মহারা আন্দ্রেস্কু। বিশ্বাসই করতে পারছেন না নিজেকে। এ প্রসঙ্গে ম্যাচের শেষে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তরুণ প্রতিভাবান এই ফুটবলার বলেন, ‘সত্যি কথা বলতে, এখন পর্যন্ত বিশ্বাস করতে পারছি না। এ রকম মঞ্চে শীর্ষ সারির খেলোয়াড়দের বিপক্ষে খেলব এটা ছিল আমার স্বপ্ন। অথচ আজ আমি সেরা খেলোয়াড়কে হারিয়ে এখানে চলে এসেছি, সত্যিই আমার কাছে এটাকে অবিশ্বাস্য মনে হচ্ছে।’ সাম্প্রতিক সময়ে পিঠের সমস্যায় ভুগছিলেন বিয়ানকা আন্দ্রেস্কু। সেটাও জয় করলেন তিনি। এ প্রসঙ্গে কানাডিয়ান তারকার ভাষ্য, ‘গত কয়েক মাস ধরেই পিঠের সমস্যার মধ্যে ছিলাম। তবে এখানে ম্যাচের শেষ পর্যন্ত লড়াই করে গেছি।’ তবে লড়াই এখনও বাকি রয়েছে তার। শেষ আটেও আরেক সাবেক নাম্বার ওয়ান খেলোয়াড়ের বিপক্ষে খেলতে হবে তাকে। হ্যাঁ, পরের রাউন্ডে আজ আমেরিকান তারকা ভেনাস উইলিয়ামসের মুখোমুখি হবেন আন্দ্রেস্কু।
×