ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদান

প্রকাশিত: ০৭:২২, ৪ জানুয়ারি ২০১৯

 মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদান

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ৩ জানুয়ারি ॥ বৃহস্পতিবার কপোতাক্ষ জাপান ইয়ানো সংগঠনের উদ্যোগে কেশবপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। যশোরের বেজপাড়ার বাসিন্দা প্রবাসী কাজী খসরু জাপানীদের সাহায্য নিয়ে বাংলাদেশের মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে জাপানে ২০০৪ সালে ‘কপোতাক্ষ জাপান’ নামে এই সংগঠন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি যশোরের বিভিন্ন অঞ্চলের অসহায়, দরিদ্র মেধাবীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে। বৃত্তি প্রদান উপলক্ষে বৃহস্পতিবার স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ার্ডের কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা মনি মোহন ধরের সভাপতিত্বে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সংগঠনের চেয়ারম্যান কাজী ফাং, কাজী খসরু প্রমুখ।
×