ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডাঃ রুহুল হক এমপিকে মন্ত্রী করা হোক

প্রকাশিত: ০৭:২১, ৪ জানুয়ারি ২০১৯

 ডাঃ রুহুল হক এমপিকে মন্ত্রী করা হোক

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আফম রুহুল হক এমপি আবারও কি মন্ত্রী হচ্ছেন সাতক্ষীরাজুড়ে এমন আলোচনার মধ্যে তাকে মন্ত্রী করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ডাঃ রুহুল হককে আধুনিক সাতক্ষীরার রূপকার উল্লেখ করে সম্মিলিত নাগরিক সমাজ বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে বলা হয়, নবম সংসদ নির্বাচনের পর তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী হয়েছিলেন। সে সময় দেশের স্বাস্থ্য বিভাগে যুগান্তকারী উন্নয়ন এনেছিলেন তিনি। এবারের নির্বাচন দিয়ে তিনি হ্যাটট্রিক করেছেন। তাই এবারও সাতক্ষীরার মানুষ ডাঃ আফম রুহুল হককে মন্ত্রী হিসেবে পেতে চায়। সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সাবেক পিপি ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ওসমান গনি। সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাতক্ষীরাবাসী মন্ত্রী পাওয়ার দাবি জানান। আগামী ১০ জানুয়ারির মধ্যে মন্ত্রিসভা গঠন হতে যাচ্ছে। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, ২০০৯ সালে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্বপালনকালে ডাঃ আফম রুহুল হক বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান এক অনন্য উচ্চতায় পৌঁছে দেন। স্বাস্থ্য সেবাকে উন্নতমানে পৌঁছে দেয়া ছাড়াও ডাঃ রুহুল হক মা ও শিশু মৃত্যুরোধ বিষয়ক জাতিসংঘ ঘোষিত এমডিজি পুরস্কার অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তারই কারণে বাংলাদেশে মা ও শিশু মৃত্যু হার প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। তিনি সাতক্ষীরায় একটি মেডিক্যাল কলেজ, যুব উন্নয়ন কেন্দ্র, নার্সিং ট্রেনিং সেন্টার গড়ে তুলেছেন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হিসেবে এখনও কাজ করে যাচ্ছেন। এমনকি ২০১৪ এর নির্বাচনের পর থেকে গত পাঁচ বছর ধরে তিনি প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে অনেক দায়িত্ব পালন করেন। তার মন্ত্রিত্বের সময়ে বিশেষ করে চিকিৎসকদের মানোন্নয়ন, হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোকে আধুনিকায়নসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। তিনি বিএনপি-জামায়াতের সময় বন্ধ করে দেয়া দেশের ১৬ হাজার কমিউনিটি ক্লিনিক পুনরায় চালু করে স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেন।
×