ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে টানা চারবার এমপি হলেন রাজ্জাক ও একাব্বর

প্রকাশিত: ০৭:২০, ৪ জানুয়ারি ২০১৯

 টাঙ্গাইলে টানা চারবার এমপি হলেন রাজ্জাক ও একাব্বর

ইফতেখারুল অনুপম, টাঙ্গাইল ॥ টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসন থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক এবং টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি একাব্বর হোসেন টানা চারবার এমপি নির্বাচিত হয়েছেন। দু’টি আসনই আওয়ামী লীগের দুর্গ এবং দেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে টানা চতুর্থ বারের মতো নির্বাচিত এমপি সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বৃহস্পতিবার শপথ গ্রহণ করছেন। শপথের আগে তিনি ধনবাড়ী-মধুপুরবাসীর কাছে দোয়া কামনা করে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের জন্য আন্তর্জাতিক মহলে বাংলাদেশ আজ এত প্রশংসনীয়। টাঙ্গাইল-১ (ধনবাড়ী মধুপুর) আসনে বিগত ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ড. আবদুর রাজ্জাক (নৌকা) ৯৮,৪১৩ ভোট পেয়ে প্রথমবার এমপি নির্বাচিত হন। বিগত ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ড. আবদুর রাজ্জাক (নৌকা) প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে ফকির মাহবুব আনাম স্বপনকে (ধানের শীষ) পরাজিত করেন। তিনি খাদ্যমন্ত্রী হয়ে সফলতার সঙ্গে দায়িত্বপালন করেন। বিগত ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ড. আবদুর রাজ্জাক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক থেকে প্রেসিডিয়াম সদস্য নির্বাচিন হন। তিনি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ড. আবদুর রাজ্জাক (নৌকা) ২,৮০,২৯২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। এদিকে রাজধানী ঢাকার নিকটবর্তী শিল্প কারখানা অধ্যুষিত এবং দানবীর রণদাপ্রসাদ সাহার পৈত্রিক নিবাস মির্জাপুর। ইতিপূর্বের ১০টি সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ৪ বার এবং বিএনপি ৪ বার, জাতীয় পার্টি ১ বার এবং স্বতন্ত্র প্রার্থী ১ বার জয়লাভ করেন। বিগত ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থী একাব্বর হোসেন। বিগত ২০০৮ সালে এই আসনে আওয়ামী লীগের একাব্বর হোসেন ১ লাখ ৩০ হাজার ১৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন। বিগত ২০১৪ সালের নির্বাচনে একাব্বর হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন। এবার নির্বাচনে একাব্বর হোসেন (নৌকা) ১,৬৪,৫৯১ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। বর্তমান এমপি একাব্বর হোসেন বলেন, আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে টানা ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমি মির্জাপুরের মানুষের কাছে কৃতজ্ঞ। দলীয় কর্মী ও মানুষের সুখ-দুঃখের সব সময় আছি এবং থাকব।
×