ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শম্ভুকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির দাবি

প্রকাশিত: ০৭:১৯, ৪ জানুয়ারি ২০১৯

 শম্ভুকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির দাবি

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ৩ জানুয়ারি ॥ একাদশ জাতীয় সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় শেখ হাসিনাকে অভিনন্দন এবং এলাকার ৫ বার নির্বাচিত এমপি ও সাবেক নৌ পরিবহন উপমন্ত্রী এবং আধুনিক বরগুনার রূপকার এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত করতে অনুরোধ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন জেলার সকল পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার সন্ধ্যা ৭ টায় বরগুনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট টানা তিন মেয়াদে সরকার গঠন এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার দ্বারপ্রান্তে থাকায় ধন্যবাদ জ্ঞাপন করে তারা বলেন, শম্ভু ২০০৮-এ নির্বাচিত হওয়ার পর থেকে বরগুনাকে আর পেছনে তাকাতে হয়নি। সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ধনী-গরিব নির্বিশেষে বরগুনার আপামর মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। তিনি ৫ বার জাতীয় সংসদ সদস্য হিসেবে এলাকার উন্নয়ন কর্মকান্ডে নেতৃত্ব করেন এবং দলকে শক্তিশালী করতে অবদান রাখেন। এতে উপস্থিত ছিলেন, বরগুনা পৌর মেয়র শাহাদাৎ হোসেন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, আবদুর রহমান নান্টু প্রমুখ।
×