ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আবুল হাসানাতকে মন্ত্রী করার দাবি

প্রকাশিত: ০৭:১৮, ৪ জানুয়ারি ২০১৯

 আবুল হাসানাতকে মন্ত্রী করার  দাবি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ’৭৫-এর ১৫ আগস্ট ভয়াল কালরাতে ঘাতকের নির্মম বুলেটে পিতা সাবেক মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাত, নিজের বড় পুত্র, ভাই, বোনসহ স্বজনদের হারিয়েও রাজনীতিতে সর্বদা সপরিবারকে উৎসর্গ করা, বরিশালসহ দক্ষিণাঞ্চলে আওয়ামী লীগের অভিভাবক, মহান মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর আঞ্চলিক কমান্ডার, বঙ্গবন্ধুর ভাগ্নে আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ। চতুর্থবারের মতো একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বরিশাল-১ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে বৃহস্পতিবার শপথ গ্রহণ করেছেন। এক সময়ের বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বরিশালসহ দক্ষিণাঞ্চলে নিজের রাজনৈতিক মেধা ও সঠিক নেতৃত্বের কারণে বিএনপি-জামায়াতের দুর্গ ভেঙ্গে এখন আওয়ামী লীগের শক্ত ঘাঁটিতে পরিণত করেছেন। যে কারণে দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগের অভিভাবক হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছেন। রাজনৈতিক পরিবারের এ প্রবীণ নেতাকে এবার মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দেখতে চান বরিশালসহ দক্ষিণাঞ্চলবাসী। আওয়ামী লীগের তৃণমূল পর্যায় থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের একমাত্র আশ্রয়স্থল এবং দক্ষিণাঞ্চলবাসীর ভাগ্য উন্নয়নে নিজের বাবার রেখে যাওয়া সহায়সম্পত্তি দান করে অসংখ্য প্রতিষ্ঠান নির্মাণ করে তাক লাগিয়ে দেয়া আবুল হাসানাত আব্দুল্লাহ এবারের নির্বাচনেও বিপুল ভোটে বিজয়ী হয়ে চমক দেখিয়েছেন। তিনি (আবুল হাসানাত আব্দুল্লাহ) ১৯৭৩ সালে বরিশাল উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে ১৯৯১ ও ১৯৯৬ সালে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। আবুল হাসানাত আব্দুল্লাহ ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত জাতীয় সংসদের চীফ হুইপ ছিলেন। ওই সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পার্বত্য শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। এছাড়া ২০০০ সালের ২৬ জুন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে হাসানাত আব্দুল্লাহ তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং ২০১৮ সালে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির আহ্বায়ক মনোনীত হন। যা বাংলাদেশ সরকারের পূর্ণমন্ত্রীর পদমর্যাদার।
×