ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে ১০ বাড়ি ভস্মীভূত

প্রকাশিত: ০৭:১৮, ৪ জানুয়ারি ২০১৯

 ঝালকাঠিতে ১০ বাড়ি ভস্মীভূত

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ৩ জানুয়ারি ॥ অগ্নিকান্ডে ১০ বসতঘরের মালামাল পুড়ে গেছে। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার পাঞ্জীপুহরিপাড়া গ্রামে আবাসন প্রকল্পে একটি ব্যারাকের ১০ ঘরই পুড়ে গেছে। জানা গেছে, আবাসনে নিম্ন আয়ের মানুষ বসবাস করেন। সকালে তারা যে যার কাজে বেরিয়ে পড়েন। শুধুমাত্র ঘরে ছিলেন বঙ্কিম রায়ের পরিবার। তাদের রান্না ঘর থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যেই পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ব্রাহ্মণবাড়িয়ার ১২ দোকান স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, সরাইলে অগ্নিকান্ডে ১২ দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের প্রাতঃবাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে মুদিমাল, স্বর্ণলঙ্কার, ফার্মেসি ও সেলুন রয়েছে। খবর পেয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছে, অগ্নিকান্ডে ঘটনায় আনুমানিক দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। ঠাকুরগাঁওয়ে ১২ দোকান নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান, সদর উপজেলার খোঁচাবাড়ি হাটে বৃহস্পতিবার অগ্নিকান্ডে ১২ দোকানঘর পুড়ে গেছে। জানা গেছে, শহর থেকে আট কিলোমিটার দক্ষিণে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের পাশে খোঁচাবাড়ি হাটের অভ্যন্তরে ভোর পাঁচটার দিকে একটি হোটেলের চুলা থেকে আগুনের সূত্রপাত হলে দ্রুত তা চারপাশে ছড়িয়ে পড়ে। নিমিষে ১২ দোকান ঘর এবং ওই ঘরে থাকা মালামাল পুড়ে যায়। মাদারীপুরে ৯ বাড়ি নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, বুধবার রাতে সদর উপজেলার পূর্ব হাজরাপুর গ্রামে অগ্নিকান্ডে ৫ পরিবারের ৯ ঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি আগুনে তাদের প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। জানা গেছে, পূর্ব হাজরাপুর গ্রামের একটি বসতঘরের বৈদ্যুতিক মিটার থেকে আগুন লেগে লাল চাঁন ফকির, আমির চাঁন ফকির, বাচ্চু ফকির, রহিমা বেগম ও বেলাল ফকিরের বসতঘর এবং রান্নাঘর পুড়ে যায়।
×