ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিক্ষিকা সাসপেন্ড

প্রকাশিত: ০৭:১৪, ৪ জানুয়ারি ২০১৯

 শিক্ষিকা সাসপেন্ড

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৩ জানুয়ারি ॥ শিক্ষার্থীদের মাঝে পুরনো বই বিতরণ করেছেন বাহুবলের বড়ইউড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন মিয়া ও তার স্ত্রী ফাতেমা বেগম। এ ঘটনায় শিক্ষিকা ফাতেমা বেগমকে সাময়িক বরখাস্ত করেছে শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক। এছাড়া প্রধান শিক্ষক মহসিন মিয়ার বিরুদ্ধেও বরখাস্ত করার জন্য উপ-পরিচালকের কাছে সুপারিশ প্রেরণ করেছেন ওই কর্মকর্তা। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক জনকণ্ঠকে জানান, সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপের অংশ হিসেবে প্রতিবছর শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেয়া হচ্ছে। যার কোন ব্যতিক্রম ঘটেনি এবারও। ২০১৯ সাল শুরু প্রথম দিনেই সারাদেশের মতো হবিগঞ্জ জেলার প্রতি স্কুলে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়।
×