ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে ইয়াবা মামলায় দুই আসামির কারাদণ্ড

প্রকাশিত: ০৭:১২, ৪ জানুয়ারি ২০১৯

 কক্সবাজারে ইয়াবা মামলায় দুই আসামির কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ ইয়াবা মামলায় দুই আসামিকে পৃথক সশ্রম কারাদণ্ড ও নগদ অর্থদণ্ড দিয়েছে আদালত। টেকনাফ থানার জি.আর ৮৯০/১৭ ও রামু থানার জি.আর ১৬৭/১৬ মামলা শুনানি শেষে যুগ্ম জেলা জজ-১ আদালতের বিচারক ছৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন বৃহস্পতিবার দুপুরে জনাকীর্ণ আদালতে এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামি মনজুরকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৫ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। তিনি টেকনাফ হোয়াইক্যংয়ের আমির হোসেনের পুত্র। অপর আসামি মোঃ শাহীনকে ৬ বছর সশ্রম কারাদণ্ড, ৬ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। তিনি রামু ধোয়াপালংয়ের আবু তাহেরের পুত্র। রায় প্রদানকালে দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমেদ ও আসামি পক্ষে এ্যাডভোকেট ফরিদুল আলম মামলা পরিচালনা করেন। উল্লেখ্য, ২০১৭ সালের ২৩ ডিসেম্বর ৩ হাজার ৮৩৫টি ইয়াবাসহ টেকনাফে মোহাম্মদ মনজুরকে আটক করে বিজিবি। অপরদিকে ২০১৬ সালের ৩১ মে রামুর মরিচ্যা যৌথ চেকপোস্টে যাত্রীবাহী বাস তল্লাশি করে ৩ হাজার ৯শ’ ইয়াবাসহ মোঃ শাহীনকে আটক করে পুলিশ।
×