ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতীয় শোধনাগার থেকে দেশে ফিরেছে চার কিশোর

প্রকাশিত: ০৭:১০, ৪ জানুয়ারি ২০১৯

 ভারতীয় শোধনাগার থেকে দেশে ফিরেছে চার কিশোর

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর ভারতের শিশু শোধনাগারে আটক থাকার পর বৃহস্পতিবার দেশে ফিরেছে চার কিশোর। ভারতীয় পুলিশের হাতে আটক হওয়ার পর আদালতের মাধ্যমে তাদের পশ্চিমবঙ্গের বালুরঘাট শিশু শোধনাগারে রাখা হয়েছিল। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখা দিয়ে তারা দেশে ফিরে আসে। দেশে ফেরা কিশোররা হলো জামালপুরের মেলান্দহ থানার উদনাপাড়া গ্রামের হাসান মাহমুদের ছেলে মেহেদি হাসান (১৭), কক্সবাজারের চকরিয়া থানার মাইজপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে রবিউল আলম (১৪), জয়পুরহাট জেলা সদরের নিত্তিপাড়া গ্রামের মৃত মজিবরের ছেলে জহন মার্ডি (১৭), কুমিল্লার লাকসাম থানার গাজীমুড়া গ্রামের জামাল হোসেনের ছেলে জাফর ইকবাল (১৪)। ভারতের হিলি অভিবাসন পুলিশের ওসি শিপ্রা রায়, বাংলাদেশের হিলি ইমিগ্রেশন পুলিশের ওসি আব্দুস সবুরের কাছে ওই কিশোরদের হস্তান্তর করেন।
×