ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শার্শায় সোনা চোরাচালানকালে দুই এএসআই গ্রেফতার

প্রকাশিত: ০৭:১০, ৪ জানুয়ারি ২০১৯

 শার্শায় সোনা চোরাচালানকালে দুই এএসআই  গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মোড় থেকে সাতক্ষীরার কলারোয়া থানার এএসআই ইছাহক ও পাটকেলঘাটা থানার এএসআই মামুন রেজাসহ চারজনকে দুটি সোনার বারসহ বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। এএসআই ইছাহক ও এএসআই মামুন রেজা সহোদর। এ ঘটনায় এএসআই মামুন রেজার ছেলে আশিক রেজাকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত অপরজন হচ্ছেন মানিকগঞ্জের দক্ষিণধর এলাকার দুদু মিয়ার ছেলে ওয়াসিম। এ সময় পুলিশ একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করে। পুলিশের এএসআই দুই সহোদরের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। শার্শা থানার ওসি শেখ তাসমিম আলম জানান, বুধবার নাভারন-সাতক্ষীরা মোড়ে থানার এসআই আনোয়ারুল আজিম ডিউটিরত অবস্থায় দেখতে পান সাদা পোশাকে দুজন একজনকে ধরে টানাটানি করছে। দ্রুত সেখানে ছুটে গিয়ে বিষয়টি জানতে চান তিনি। এ সময় সাদা পোশাকে থাকা দুজন পুলিশের এএসআই পরিচয় দেন। বিষয়টি সন্দেহ হলে তাদের আটক করে তল্লাশি করলে ওয়াসিম নামে ব্যক্তির কাছ থেকে দুই পিস স্বর্ণের বার পাওয়া যায়। পরে তাদের প্রাইভেটকারসহ আটক করে শার্শা থানায় নিয়ে আসা হয়। থানায় এনে পুলিশ নিশ্চিত হয় তারা পুলিশ সদস্য। পরে বিষয়টি পুলিশের উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়। ওসি আরও জানান, গ্রেফতার দুই এএসআই সোনা পাচারকারী ওয়াসিমের কাছে থাকা দুই পিস স্বর্ণের বার পূর্বপরিকল্পনা মোতাবেক ছিনতাইপূর্বক আত্মসাতের চেষ্টা করছিল। এটা প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে।
×