ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নদীর বুকে বীজতলা

প্রকাশিত: ০৭:০৯, ৪ জানুয়ারি ২০১৯

 নদীর বুকে বীজতলা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বোরো চাষের প্রস্তুতি নিয়ে নীলফামারীর কৃষকরা বীজতলা তৈরি করেছে বিভিন্ন নদীর বুকে। জেলা সদর, জলঢাকা, ডোমার, ডিমলা, কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলার কোলঘেঁষে প্রবাহিত ছোট ছোট নদী পানিশূন্য হয়ে পড়ায় কৃষকরা বোরো বীজতলা উৎপাদনের সুযোগ পাচ্ছে। নদী যেমন বর্ষা মৌসুমে ভরাট হয় তেমনি শুকনো মৌসুমে নদীর বুকে বীজতলা তৈরিসহ বোরো চাষে লাভবান হচ্ছে কৃষক। বৃহস্পতিবার দেখা যায়, চারালকাটা, যমুনেশ্বরী, বুড়িখরা, ধাইজান, নাউতারা, কুমলাই ও চিকলী নদীসহ বিভিন্ন নদীতে পানি রয়েছে আবার কিছু কিছু জায়গায় নদীর বুক শুকিয়ে গেছে। নদীর বুক শুকিয়ে ওঠায় নদীপারের মানুষের দুই চোখের স্বপ্ন যেন রঙিন হয়ে ওঠে। নদীর পারের মানুষ জানায়, কমবেশি বোরো ধান চাষাবাদ সবাই করে। অনেক পরিবারের বীজতলা তৈরির জায়গা থাকে না। নদীর বুকে চর বা বুক শুকিয়ে উঠলে বীজতলা তৈরির জায়গার সঙ্কট থাকে না। নদীর বুকে এমন একটি বীজতলা তৈরির দৃশ্য চোখে পড়ে যা পথচারীদের নজর কাড়ে।
×