ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুমিল্লায় ৪৮ রোহিঙ্গা আটক

প্রকাশিত: ০৭:০৮, ৪ জানুয়ারি ২০১৯

 কুমিল্লায় ৪৮ রোহিঙ্গা আটক

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৩ জানুয়ারি ॥ মিয়ানমার থেকে জম্মু-কাশ্মীরে গিয়ে ৩ বছর অবস্থানের পর কুমিল্লা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ সময় পুলিশের হাতে আটক হয় নারী, পুরুষ ও শিশুসহ ৪৮ রোহিঙ্গা। বৃহস্পতিবার দুপুরে নগরীর কেন্দ্রীয় ঈদগাহ মোড় থেকে ৩১ জন এবং জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বাগড়া এলাকা থেকে ১৭ রোহিঙ্গাকে পুলিশ আটক করে। সন্ধ্যায় তাদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর কেন্দ্রীয় ঈদগাহ মোড় এলাকা থেকে ৩১ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৭ পুরুষ, বৃদ্ধাসহ ৭ নারী ও ১৭ শিশু রয়েছে। তারা সবাই মিয়ানমারের নাগরিক। আটক রোহিঙ্গাদের বরাত দিয়ে কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ সালাউদ্দিন জানান, তারা ৩ বছর আগে মিয়ানমার থেকে পালিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের জম্মু-কাশ্মীর এলাকায় আশ্রয় নিয়েছিলেন। বাংলাদেশের কক্সবাজারে তাদের বেশ কয়েকজন আত্মীয় বসবাস করছেন। পরবর্তীতে কক্সবাজার যাওয়ার উদ্দেশে তারা দালালের মাধ্যমে ভারত থেকে সীমানা অতিক্রম করে কুমিল্লায় আসেন। আটক রোহিঙ্গাদের কাছে মিয়ানমারের নাগরিক হিসেবে পরিচয়পত্র (ইউএনএইচসিআর) রয়েছে বলেও তিনি জানিয়েছেন। এদিকে আটক রোহিঙ্গাদের মধ্যে বার্মার মংডু জেলার বলিবাজার থানার সাববাজার গ্রামের শাহ আলম (২৮), নব্বই গ্রামের শফিউল আলম (২২) সাংবাদিকদের জানান, তাদের একটি দল গত ৩ বছর আগে জম্মু কাশ্মীরে যায়। সেখানে পুলিশ তাদের ৭ জনকে ধরে মিয়ানমারে পাঠিয়ে দেয়। এদের মধ্যে অন্যরা খাদ্যাভাব ও অত্যাচার নির্যাতনের শিকার হয়ে গত রবিবার জম্মু-কাশ্মীর থেকে রওনা করে বৃহস্পতিবার ভোরে ভারতের আগরতলা সীমান্তে পৌঁছে। সেখানে ভারতীয় দালালদের জনপ্রতি ৩ হাজার টাকা করে দিয়ে তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের কুমিল্লা জেলা শহরে পৌঁছার পর পুলিশের হাতে ধরা পড়ে। এছাড়া জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া এলাকা থেকে শিশুসহ ১৭ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ৪ পুরুষ, ৪ নারী ও ৯ শিশু রয়েছে। ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএএম শাহজাহান কবির জানান, কসবা উপজেলার পুটিয়া-শ্যামপুর এলাকার ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বলে আটক রোহিঙ্গারা জানিয়েছে।
×