ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইয়াবার বিরুদ্ধে লড়াইর ঘোষণা বদির স্ত্রীর

প্রকাশিত: ০৭:০৪, ৪ জানুয়ারি ২০১৯

 ইয়াবার বিরুদ্ধে লড়াইর ঘোষণা বদির স্ত্রীর

বিশেষ প্রতিনিধি ॥ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে ইয়াবাসহ মাদকের বিরুদ্ধে লড়াই চালানোর ঘোষণা দিয়েছেন কক্সবাজারের আওয়ামী লীগ নেতা আবদুর রহমান বদির স্ত্রী শাহিন আক্তার। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে শপথ অনুষ্ঠানের পর স্বামীকে পাশে রেখেই তিনি সাংবাদিকদের বললেন, ‘মাদক, ইয়াবা ব্যবসাসহ সকল ধরনের অপকর্ম বন্ধ করতে যা যা করণীয়, আমি তাই করব।’ মাদক নিয়ে বিতর্কিত হয়ে পড়েছেন কক্সবাজার-৪ (টেকনাফ-উখিয়া) আসনে সংসদ সদস্য আবদুর রহমান বদি। তাই তার দল আওয়ামী লীগে বিতর্ক এড়াতে তাকে বাদ দিয়ে এবার তার স্ত্রীকে নৌকার প্রার্থী করেছিলেন। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে শাহিন আক্তার প্রায় দুই লাখ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরী পেয়েছেন ৩৭ হাজার ভোট। উল্লেখ্য, ২০০৮ সালে কক্সবাজার-৪ আসনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই মাদক সংশ্লিষ্টতার অভিযোগে সমালোচনার মুখে রয়েছেন বদি। ইয়াবা পাচারের ‘হোতা’ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তালিকায় তার নাম এলেও ২০১৪ সালে তার দ্বিতীয় দফা মনোনয়ন আটকায়নি। তবে গত বছর প্রধানমন্ত্রীর নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে বদির এক বেয়াইসহ অনেকে প্রাণ হারালেও বদির বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেয়ার সমালোচনা ওঠে। অভিযান শুরুর পর প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির প্রধান এইচ এম এরশাদও বলেছিলেন, ‘মাদক সম্রাট’ তো সংসদেই রয়েছেন। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘সবার আগে নিজের ঘরের মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করুন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আপনাদের কক্সবাজারের টেকনাফের এমপি, তাকে তো জামিন দিয়ে দিয়ে ছেড়ে দিয়েছেন। তিনি মহানন্দে এই ব্যবসা শুরু করেছেন।’ ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ মন্ত্রীদের বদির পক্ষে অবস্থান নিতে দেখা যায়।
×