ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

না’গঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ ॥ বাড়িঘর দোকানপাট ভাংচুর

প্রকাশিত: ০৭:০৩, ৪ জানুয়ারি ২০১৯

 না’গঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ ॥ বাড়িঘর দোকানপাট ভাংচুর

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আদমজীনগরের নতুনবাজার এলাকায় বৃহস্পতিবার বেলা ১১টায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একটি পক্ষের বাড়িঘর ও দোকানপাট ভাংচুর করা হয়েছে। বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিদ্ধিরগঞ্জ থানা শাখার কার্যালয় আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। সংঘর্ষের ঘটনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান মতিসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। পুলিশ এ সময় ১৪ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতির সমর্থক রাজ্জাকের সঙ্গে সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম ম-লের সমর্থক হান্নান শেখের সঙ্গে একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। উভয় পক্ষই জমিটি তাদের নিজেদের বলে দাবি করে আসছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ওই জমিতে হান্নান শেখের ভাই ইসমাইল ঘর তুলতে চাইলে রাজ্জাক বাধা দেয় এবং মালামাল অন্য জায়গা নিয়ে যায়। এ সময় হান্নান শেখ ও ইসমাইলের সঙ্গে রাজ্জাকের কথা কাটাকাটি হয়। এ সময় রাজ্জাক কাউন্সিলর মতিউর রহমান মতিকে খবর দিলে মতি নতুনবাজার এলাকায় এসে ঘর তুলতে নিষেধ করে। এ নিয়ে মতির সঙ্গে তাদের বাগ্বিত-া হয়। পরে মতি ইসমাইলকে কয়েকটি চর-থাপ্পড় মারে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ইসমাইল তার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে মতির মাথায় ও মুখে আঘাত করে। এতে মতির মাথা ফেটে যায় ও মুখ দিয়ে রক্ত বের হয়। পরে মতিকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নিয়ে যায়। এ খবর মতি গ্রুপের মধ্যে ছড়িয়ে পড়লে কয়েক শ’ সমর্থক এসে হান্নান শেখ ও ইসমাইলের বাড়িতে হামলা চালায়। তারা বাসার আসবাবপত্র ও জানালার কাঁচ ভাংচুর করে। এছাড়াও মতির পক্ষের লোকজন ১০/১২টি দোকানও ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সংঘর্ষের ঘটনায় কাউন্সিলর মতিউর রহমান (৫২), রাজ্জাক (৪০), ফারুক (৩২), সোহেল (৩৮), মনির (৩৯), সোহেল মিয়াসহ (৩০) উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ মান্নান, সুমন, ওমর ফারুককে আটক করেছে।
×