ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আসম ফিরোজকে মন্ত্রী হিসেবে দেখতে চান বাউফলের মানুষ

প্রকাশিত: ০৭:০৩, ৪ জানুয়ারি ২০১৯

 আসম ফিরোজকে  মন্ত্রী হিসেবে দেখতে চান বাউফলের মানুষ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৩ জানুয়ারি ॥ দেশের শিক্ষিত জনপদ হিসেবে পরিচিত পটুয়াখালী-২ বাউফল আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসম ফিরোজ বিপুল ভোটে সপ্তমবারের মতো এমপি নির্বাচিত হওয়ায় এলাকাবাসী এখন তাকে মন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছেন। এ জন্য তারা মানবতার মা শেখ হাসিনার কাছে দাবি জানিয়েছেন। এর আগে নবম জাতীয় সংসদে আসম ফিরোজ হুইপ এবং দশম জাতীয় সংসদ নির্বাচনে চীফ হুইপ হিসেবে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করেছেন। আসম ফিরোজ এ আসন থেকে ১৯৭৯ সালে দেশের সর্বকনিষ্ঠ এমপি নির্বাচিত হন। এর পর ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে এমপি নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ১ লাখ ৮৫ হাজার ৭শ’ ৮৩ ভোট পেয়ে এমপি নির্বাচিত হন। গড় হিসেবে ৭৩.৭৬ ভাগ এবং কাস্টিং ভোটের ৯১ ভাগ পেয়েছেন। তার রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে দলের নেতাকর্মীকে সব সময় চাঙ্গা রেখেছেন। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী এই রাজনীতিবিদকে বাউফলের সব শ্রেণী-পেশার মানুষ শ্রদ্ধা করেন, ভালবাসেন। তিনি কোন প্রতিহিংসার রাজনীতি পছন্দ করতেন না বলেই এখানে বিরোধী দলের নেতাকর্মী সমর্থকরাও তাকে পছন্দ করেন। তাদের মধ্যে মামলা, হামলার ভয় ছিল না। তারা রাতে ঘরে ঘুমাত। প্রকাশ্যে রাস্তায় বিচরণ করত।
×