ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চীনে এ্যাপলের ব্যবসায় মন্দা

প্রকাশিত: ০৬:৫৯, ৪ জানুয়ারি ২০১৯

 চীনে এ্যাপলের ব্যবসায় মন্দা

চীনের অর্থনীতির দুর্বল অবস্থার কারণে টেক জায়ান্ট এ্যাপলের ব্যবসায় মন্দা লেগেছে। এমন ঘোষণার পর বিনিয়োগকারীদের তোপের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। বছরের এই সময়ে সাধারণত এ্যাপলের বিক্রি বেশি হয়ে থাকে। ফোর্বস। বড়দিন এবং নতুন বছর মিলে যে উৎসবের আবহ তৈরি হয় তাতে প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্যের বিক্রি বেড়ে যায়। কিন্তু বছরের শেষ তিন মাসের বিক্রি আশানুরূপ হয়নি, আর গত বছরের এই সময়ের চেয়ে ৫ শতাংশ কমে গেছে। ২০১৬ সালের পর এই প্রথম এ্যাপলের বিক্রি এত কমেছে। এতে স্বাভাবিকভাবেই বিনিযয়োগকারীরা ক্ষুব্ধ। বুধবার এ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক এক চিঠিতে বলেন, বিক্রি কমেছে মূলত হংকং ও তাইওয়ানসহ বৃহত্তর চীনা অঞ্চলে। তিনি বলেন, এ্যাপলের মোট বিক্রির ২০ শতাংশই হয় এ অঞ্চলে। আমরা যখন আমাদের আয়ের আনুমানিক হিসাব করি, তখন অর্থনীতির ধীরগতিকে হিসাব করিনি, বিশেষ করে চীনের অর্থনীতি। অবশ্য তিনি চিঠিতে এ কথাও বলেছেন যে, অনেক উন্নত দেশেও নতুন করে মন্দা দেখা দিয়েছে, ফলে এ্যাপলের নতুন ফোনের চাহিদা কমে গেছে। ১৫ বছরের মধ্যে এই প্রথম, প্রতিষ্ঠানটির বিক্রির আগাম হিসেবে সংশোধন করতে হচ্ছে।
×