ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উৎপাদন ক্ষমতা বাড়াবে সিনোবাংলা

প্রকাশিত: ০৬:৪৮, ৪ জানুয়ারি ২০১৯

উৎপাদন ক্ষমতা বাড়াবে সিনোবাংলা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি মাসে প্রায় ১৫০ টন উৎপাদন ক্ষমতা বাড়াবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটি উৎপাদন বাড়ানোর জন্য কিছু মূলধনী যন্ত্রপাতি কিনবে। এগুলো হচ্ছে- ২০ সেট লুম, ৬ সেট নিডল লুম, ৩৫ সেট সুইং মেশিন, টুয়িস্টিং মেশিন, ব্যালে প্রেস, এয়ার ওয়াস মেশিন, লুপ কাটিং মেশিন, লাইনার শেপিং মেশিন, ১ সেট করে বাফেল পাঞ্চিং মেশিন, এক ইউনিট এভাপরেট এয়ার সিস্টেম, ফেব্রিক কাটিং মেশিন ও ২ সেট র‌্যাপিং মেশিন। উল্লিখিত, সরঞ্জামগুলো ছাড়া আরও আনুসাঙ্গিক সরঞ্জাম লাগবে এবং ফ্যাক্টরির দুটি মেঝে মেরামত করার জন্য বিনিয়োগ করা হবে। ব্যবসা বাড়ানোর জন্য মোট উৎপাদন ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি টাকা। কোম্পানিটি নিজস্ব অর্থায়ন ও ব্যাংক ঋণের মাধ্যমে উৎপাদন ব্যয় মেটাবে। -অর্থনৈতিক রিপোর্টার
×