ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চাঙ্গা শেয়ারবাজারে একদিনে দর বাড়ল ৩০৩ কোম্পানির

প্রকাশিত: ০৬:৪৬, ৪ জানুয়ারি ২০১৯

চাঙ্গা শেয়ারবাজারে একদিনে দর বাড়ল ৩০৩ কোম্পানির

অর্থনৈতিক রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে বাজারমুখী হতে শুরু করেছেন বিনিয়োগকারীরা। বাজার থেকে কিছুটা সতর্ক অবস্থানে থাকা পোর্টফোলিও ম্যানেজাররা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগ নিয়ে শেয়ারবাজারে আসছেন। এরই অংশ হিসেবে পুঁজিবাজারে সূচক ও লেনদেন উভয় বৃদ্ধি পাচ্ছে। ছোট বড় সব ধরনের শেয়ারের দরই বাড়ছে। নির্বাচন শেষ হওয়ার পর টানা তৃতীয় দিনেও বড় ধরনের সূচকের উত্থান ঘটেছে দুই শেয়ারবাজারে। শুধু তাই নয়, ঢাকার শেয়ারবাজারে দিনটিতে ৩৪৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩০৩টির দর বেড়েছে। যার গত ১০ বছরে দেখা যায়নি। বাজার বিশ্লেষণে দেখা গেছে, সপ্তাহের শেষ কার্যদিবসে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের ২৮৯ এমপির শপথ গ্রহণের দিনে সকাল থেকে সূচকের উত্থান অব্যাহত থাকে। বিনিয়োগকারীদের শেয়ার কেনার চাহিদা বাড়ার কারণে সূচকের তীর হু হু করে উপরে উঠতে থাকে। টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৯২৪ কোটি ৯০ লাখ ৯২ হাজার টাকা যা প্রায় ৪ মাসের সর্বোচ্চ লেনদেন। এর আগে গত বছরের ১৩ সেপ্টেম্বর ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৪ কোটি টাকা। দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৯০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৭১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৪১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০৩টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৯২৪ কোটি ৯০ লাখ ৯২ হাজার টাকা। এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৪৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ২৪৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৯১২ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৬৯৬ কোটি ৪৫ লাখ ৭০ হাজার টাকা। সে হিসেবে ডিএসইতে লেনদেন বেড়েছে ২২৮ কোটি ৪৫ লাখ ২২ হাজার টাকা বা ৩২.৮০ শতাংশ। এদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ ক্যাটাগরির বীমা খাতের ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করেছে। কোম্পানিটির শেয়ার দর ৯.৯৩ শতাংশ বা ২.৮০ টাকা কমে গিয়ে ৩১ টাকায় লেনদেন হয়। এ কোম্পানিটির ৫ লাখ ৭৭ হাজার ৯৭টি শেয়ার ১২২ বার হাত বদল হয় যার বাজারমূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৭৮ লাখ ৮৪ হাজার টাকা। গত এক মাসে কোম্পানিটির সর্বোচ্চ দর ছিল ৩১ টাকা এবং সর্বনিম্ন দর ছিল ২২.৩০ টাকা। এছাড়া গত এক বছরে কোম্পানিটির সর্বোচ্চ দর ছিল ৩১ টাকা এবং সর্বনিম্ন দর ছিল ২১ টাকা। ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড ১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এ কোম্পানটির। অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪২ কোটি টাকা। এর রিজার্ভ ও সারপ্লাসের পরিমাণ ৮৩ কোটি ৮৭ লাখ ৭০ হাজার টাকা। এ কোম্পানিটির ৪ কোটি ২০ লাখ শেয়ারের মধ্যে পরিচালকের হাতে রয়েছে ৪৫.৫৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ২৫.৮৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ২৮.৫৫ শতাংশ শেয়ার। এ কোম্পানি ছাড়া আরও নয়টি কোম্পানি ছিল দরবৃদ্ধির শীর্ষে সেগুলো হলো : সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড, ইয়াকিন পলিমার লিমিটেড, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড, ফনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, লাফার্জ-হোলসিম বাংলাদেশ লিমিটেড, এ্যাপালো ইস্পাত কমপ্লেক্স, ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্যসূচক সিএসইএক্স ১৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৩৮২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭৫টি কোম্পানির ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৮টির, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭০ কোটি ১৮ লাখ ৬২ হাজার টাকা।
×