ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুবর্ণচরে ধর্ষিত সেই নারীর পাশে আসক ও জাতীয় মহিলা সংস্থা

প্রকাশিত: ০৫:৫৭, ৪ জানুয়ারি ২০১৯

  সুবর্ণচরে ধর্ষিত সেই নারীর  পাশে আসক ও জাতীয় মহিলা সংস্থা

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ৩ জানুয়ারি ॥ সুবর্ণচরে রবিবার রাতে স্বামী ও সন্তানদের বেঁধে রেখে নারীকে ধর্ষণের আলামত মিলেছে। বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, মেডিক্যাল অফিসার আকেফা জাহানের নেতৃত্বে একটি মেডিক্যাল টিম নির্যাতিতা নারীর শারীরিক পরীক্ষা করে। পরে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনটি তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ খলিল উল্যাহর কাছে জমা দিলে তিনি বিকেলে নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে তা পাঠিয়ে দেন। এদিকে দুপুরে জাতীয় মহিলা সংস্থার একটি প্রতিনিধি দল হাসপাতালে নির্যাতিতাকে দেখতে যান। সেখানে সংস্থার নেতৃবৃন্দ সকল প্রকার সহায়তার আশ্বাস দেন। এদিকে এ ঘটনায় দায়ের করা মামলায় সাবেক এক ইউপি সদস্যসহ আরও দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার পর্যন্ত মোট পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ভোরের দিকে অভিযান চালিয়ে ইন্ধনদাতা রুহুল আমিনকে সুবর্ণচর উপজেলার উত্তর ওয়াপদা এলাকার একটি খামার বাড়ি থেকে এবং এজাহারভুক্ত আসামি বেচুকে সেনবাগ উপজেলার খাজুরিয়া এলাকার একটি ইটভাঁটি থেকে গ্রেফতার করা হয়। নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই নির্যাতিতার সঙ্গে দেখা করে খোঁজখবর নেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) জ্যৈষ্ঠ আইনজীবী সেলিনা আক্তার। এ সময় তিনি নির্যাতিতার সব ধরনের আইনী ও উন্নত চিকিৎসার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। অপরদিকে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে সচেতন ছাত্র সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাইজদীর টাউন হল মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। ধর্ষণের ইন্ধনদাতাসহ পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আসামিদের গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।
×