ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় কবিতা উৎসব শুরু ১ ফেব্রুয়ারি

প্রকাশিত: ০৫:৫৬, ৪ জানুয়ারি ২০১৯

জাতীয় কবিতা উৎসব শুরু ১ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার ॥ আগামী পয়লা ফেব্রুয়ারি শুরু হচ্ছে দুই দিনের জাতীয় কবিতা উৎসব। বিগত ৩২ বছরের ধারাবাহিকতায় বাংলা ভাষী কবি ও কবিতা অনুরাগীদের প্রাণের এ উৎসবের ৩৩তম আসর এটি। যার জন্য ইতোমধ্যেই উৎসবপূর্ব কর্মসূচী শুরু হয়েছে। এ লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) উৎসব দফতরে নিবন্ধন চলছে। কবিতার উৎসবে অংশ নিতে নিবন্ধনের লক্ষ্যে তরুণ থেকে কবিদের সমাগম ঘটছে উৎসব দফতরে। গত পয়লা জানুয়ারি থেকে শুরু হওয়া এই নিবন্ধন কার্যক্রম চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত এ নিবন্ধন প্রক্রিয়া চলবে। এবার ঢাকা মহানগরীর কবিদের জন্য ৩০০ টাকা এবং ঢাকা মহানগরীর বাইরে সারাদেশের কবিদের জন্য ২০০ টাকা নিবন্ধন ফি রাখা হয়েছে। জাতীয় কবিতা পরিষদের সভাপতি ড. মুহাম্মদ সামাদ ও সাধারণ সম্পাদক তারিক সুজাত সারাদেশের কবিদের উৎসবে অংশগ্রহণ ও নিবন্ধনের জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন। উৎসবের সার্বিক আয়োজন প্রসঙ্গে পরিষদের সভাপতি ড. মুহাম্মদ সামাদ জনকণ্ঠকে বলেন, নিবন্ধন কার্যক্রম শুরুর পর থেকেই ব্যাপক সাড়া পড়েছে কবিদের মাঝে। নবীন থেকে প্রবীণ কবিরা নিবন্ধনের জন্য হাজির হচ্ছেন উৎসব দফতরে। এভাবেই আসন্ন উৎসবকে ঘিরে তাদের মাঝে সৃষ্টি হয়েছে প্রাণচাঞ্চল্য। এবারের উৎসবের অন্তর্গত ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে এককভাবে ক্ষমতায় এসেছে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সরকার। তাই স্লোগানসহ উৎসবের মাঝেও থাকবে সেই আবহ। কবিতা পাঠের পাশাপাশি সেমিনার কিংবা আলোচনাগুলো হলো মুক্তিযুদ্ধের বিষয়টি। এছাড়া তরুণ প্রজন্মের কবিদের নিয়ে থাকবে একটি পৃথক অধিবেশন।
×