ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৬ জানুয়ারি থেকে আপীল বিভাগে বিচার কাজ চলবে

প্রকাশিত: ০৫:৫৫, ৪ জানুয়ারি ২০১৯

 ৬ জানুয়ারি থেকে আপীল বিভাগে বিচার কাজ  চলবে

স্টাফ রিপোর্টার ॥ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রীমকোর্টের আপীল বিভাগের দুটি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আগামী ৬ জানুয়ারি থেকে আপীল বিভাগে দুটি কোর্টে (১নং ও ২নং কোর্ট) বিচার কার্র্য পরিচালিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে একটি অন্যটি বিচারপতি ইমান আলীর নেতৃত্বে বেঞ্চ গঠন করা হয়েছে। এক নম্বর কোর্টে বসবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি জিনাত আরা এবং বিচারপতি মোঃ নুরুজ্জামান। অন্যদিকে দুই নম্বর কোর্টে বসবেন বিচারপতি ইমান আলী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার এবং বিচারপতি আবু বকর সিদ্দিকী। ৩ জানুয়ারি সুপ্রীমকোর্টের রেজিষ্ট্রার মোঃ বদরুল আলম ভুঁঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানা গেছে। অন্যদিকে প্রধানবিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে সুপ্রীমকোর্ট আপীল বিভাগে মামলা সংক্রান্ত জরুরী নিষ্পত্তির জন্য চেম্বর জজ হিসেবে বিচারপতি মোঃ নুরুজ্জামানকে মনোনীত করা হয়েছে।
×