ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, চারদিনের কর্মসূচী

প্রকাশিত: ০৫:৫৪, ৪ জানুয়ারি ২০১৯

   আজ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, চারদিনের কর্মসূচী

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের আজ ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৮ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর পর থেকেই বিভিন্ন সঙ্কটে আন্দোলনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে আসছে ছাত্রলীগ। এর মধ্যে নানা আন্দোলন সংগ্রামে ঝরে গেছে অনেক নেতাকর্মীর প্রাণ। তৎকালীন তরুণ নেতা শেখ মুজিবের নেতৃত্বগুণে একঝাঁক মেধাবী তরুণের উদ্যোগে যাত্রা শুরু হয়েছিল ছাত্রলীগের। ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন নাম ছিল ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ’। পাকিস্তান আমলে ‘মুসলিম’ শব্দটি বাদ দেয়া হয়। স্বাধীনতার পরপরই এর নাম হয় ‘বাংলাদেশ ছাত্রলীগ’। প্রতিষ্ঠালগ্নে নাইমউদ্দিন আহম্মেদকে আহ্বায়ক করে ১৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। পরের বছর ৫ সেপ্টেম্বর আরমানিটোলায় ছাত্রলীগের প্রথম সম্মেলনে দবিরুল ইসলাম সভাপতি ও মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বায়ান্নর ভাষা আন্দোলনে ছাত্রলীগের নেতৃত্বে ১৪৪ ধারা ভঙ্গ করে বুকের তাজা রক্তের বিনিময়ে বাঙালীর ভাষার অধিকার প্রতিষ্ঠা, ’৫৪-এর সাধারণ নির্বাচনে ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ পরিশ্রমে যুক্তফ্রন্টের বিজয় নিশ্চিত, ৫৮’র আইয়ুববিরোধী আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলনে ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ভূমিকা, ৬৬’র ৬ দফা নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানসহ সারাদেশে ছড়িয়ে পড়া, ৬ দফাকে বাঙালী জাতির মুক্তির সনদ হিসেবে প্রতিষ্ঠা করা, ’৬৯-এর গণঅভ্যুত্থানে ছাত্রলীগের নেতৃত্বে পাক-শাসকের পদত্যাগে বাধ্য করা এবং বন্দীদশা থেকে বঙ্গবন্ধুকে মুক্তি, ’৭০-এর নির্বাচনে ছাত্রলীগের অভূতপূর্ব ভূমিকা পালন, একাত্তরের মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে ছাত্রলীগের অংশগ্রহণ, স্বাধীনতা পরবর্তী সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র উত্তোরণসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগের অসামান্য অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ছাত্রলীগের নেতৃত্ব দেয়া অনেক ছাত্রনেতা পরবর্তীতে জাতীয় রাজনীতিতেও নেতৃত্ব দিয়েছেন। বর্তমান আওয়ামী লীগ নেতাদের অনেকের রাজনীতির হাতেখড়ি ছাত্রলীগের মাধ্যমে। স্বয়ং টানা তৃতীয়বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। ১৯৬৬-৬৭ সালে ছাত্রলীগের পক্ষ থেকে তিনি ইডেন কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন। ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী ॥ প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে চার দিনব্যাপী কর্মসূচী হাতে নিয়েছে ছাত্রলীগ। গত বুধবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আজ সকাল সাড়ে ৬টায় বাংলাদেশ ছাত্রলীগের সব সাংগঠনিক কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৭টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে কেক কাটা এবং বাদ জুমা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। পরেরদিন শনিবার সকাল ১০টায় ঢাকার অন্তর্গত সব ইউনিটের সমন্বয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোভাযাত্রা করা হবে। দেশব্যাপী অন্য সব ইউনিটকে সুবিধাজনক সময়ে শোভাযাত্রা করার নির্দেশ দেয়া হয়েছে। সোমবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘অপরাজেয় বাংলা’ সংলগ্ন বটতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত হবে। মঙ্গলবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। ওইদিন বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘স্বোপার্জিত স্বাধীনতা’ চত্বরে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে। সার্বিক বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইতোমধ্যে সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। ছাত্রলীগের সব ইউনিটের নেতাকর্মীদের জাঁকজমকপূর্ণভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আহ্বান জানান তিনি।
×