ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকায় জাল নোট তৈরির কারখানার সন্ধান ॥ গ্রেফতার ২

প্রকাশিত: ০৫:৫৩, ৪ জানুয়ারি ২০১৯

 ঢাকায় জাল নোট তৈরির কারখানার সন্ধান ॥ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার কদমতলী থানা এলাকার একটি বাড়িতে জাল নোট তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। সেখান থেকে দুই জাল নোট প্রস্তুতকারী গ্রেফতার হয়েছে। কারখানাটি থেকে তৈরিকৃত বিপুল ভারতীয় জাল রুপী ও বাংলাদেশী জাল টাকা উদ্ধার হয়েছে। এছাড়া অন্তত পাঁচ কোটি টাকা মূল্যের জাল নোট তৈরির সরঞ্জামও পাওয়া গেছে কারখানাটি থেকে। সরঞ্জামগুলো মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে। তৈরিকৃত জাল নোট ও জব্দ করা সরঞ্জাম দিয়ে জাল নোট তৈরি করে নির্বাচনের মাঠে ভোট কেনার পরিকল্পনা ছিল স্বাধীনতাবিরোধীদের। বৃহস্পতিবার সকাল দশটার দিকে গোপন সংবাদ পেয়ে রাজধানীর কদমতলী থানাধীন নতুন রাজাবাড়ি এলাকার আজাদ হাউজিং রুলিং মিলের সাততলা ভবনের ৭ম তলার পশ্চিম পাশে বি-৭ নম্বর ফ্ল্যাটে অভিযান চালায় র‌্যাব-১০ এর একটি দল। কারখানাটি থেকে ৯ লাখ টাকার জাল নোট উদ্ধার হয়। যার মধ্যে ভারতীয় জাল রুপী ও জাল টাকা আছে। গ্রেফতার করা হয় সুমন ওরফে সাগর (৩৭) ও তার স্ত্রী হোসনে আরাকে (৩৫)। এই দম্পতির বাড়ি চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন মহালঙ্কা গ্রামে। কারখানা থেকে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় জাল রুপী উদ্ধার হয়েছে। এছাড়া জাল রুপী ও জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। এসব কাঁচামাল দিয়ে অন্তত পাঁচ কোটি টাকার মূল্যের জাল নোট তৈরি করা সম্ভব ছিল। র‌্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জনকণ্ঠকে বলেন, তৈরিকৃত জাল নোটগুলো এবং জব্দ হওয়া কাঁচামাল দিয়ে বিপুল জাল নোট তৈরির পরিকল্পনা ছিল। ওইসব জাল নোট দিয়ে স্বাধীনতাবিরোধীদের নির্বাচনের মাঠে ভোট কেনার কাজে ব্যবহার করার কথা ছিল। তবে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দাদের ব্যাপক তৎপরতার কারণে তা সম্ভব করতে পারেনি জাল নোট তৈরির কারখানাটির সঙ্গে জড়িতরা। র‌্যাব-১০ এর অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) মোঃ কাইয়ুমুজ্জামান খান জনকণ্ঠকে জানান, কারখানাটি থেকে কি পরিমাণ জাল নোট তৈরি করে বাজারে ছাড়া হয়েছে তা জানা যায়নি। তা জানার চেষ্টা চলছে। আর গ্রেফতারকৃতদের মাধ্যমে পুরো চক্রটি গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।
×