ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদক জাতির মেরুদণ্ড ধ্বংস করে দিচ্ছে ॥ আইজিপি

প্রকাশিত: ০৮:৩২, ৩ জানুয়ারি ২০১৯

মাদক জাতির মেরুদণ্ড ধ্বংস করে দিচ্ছে ॥ আইজিপি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী বলেছেন, এ সমাজকে মাদকমুক্ত করতে হবে। পুলিশের সকল সদস্য কাঁধে কাঁধ মিলিয়ে এই সমাজকে মাদকমুক্ত করতে হবে। এ সমাজ থেকে জঙ্গীবাদ অনেকখানি মুক্ত করেছি, জঙ্গীবাদের যে ভয়াল থাবা আমাদের গ্রাস করতে চলেছিল, রাষ্ট্রকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চলেছিল, সারাবিশ্বের কাছে আজ আমরা জঙ্গীবাদ বিরোধী একটি রোল মডেলে পরিণত হয়েছি। তিনি উপস্থিত সংসদ সদস্যসহ সকলকে এলাকা থেকে মাদকমুক্ত করতে সহায়তা কামনা করেন। তিনি বলেন, মাদক আমাদের জাতির মেরুদণ্ড ধ্বংস করে দিচ্ছে। মাদক যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদক আমাদের পরবর্তী প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। এ মাদক থেকে যদি রেহাই পেতে হয় তবে আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে স্লোগান দিতে হবে। বুধবার রাতে নগরীর মাসদাইরে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে জেলা পুলিশ আয়োজিত ইংরেজী নববর্ষ-২০১৯ উপলক্ষে ‘আনন্দ সন্ধ্যা’ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ সব কথা বলেন। নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ-৪ সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
×