ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীকে ১৪ দলের শুভেচ্ছা

প্রকাশিত: ০৮:২৯, ৩ জানুয়ারি ২০১৯

প্রধানমন্ত্রীকে ১৪ দলের শুভেচ্ছা

বিশেষ প্রতিনিধি ॥ মুক্তিযুদ্ধের পক্ষের আদর্শিক জোট ১৪ দলের নেতারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ফুলের শুভেচ্ছায় স্নাত করেছেন। জবাবে সামনে এগিয়ে যেতে, সুন্দর দেশ গড়তে সবার সহযোগিতা কামনা করে শেখ হাসিনা বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয় সকল সম্প্রদায় এবং শ্রেণী-পেশার জনগণের সম্মিলিত প্রচেষ্টার ফসল। এই যে দায়িত্বটা পেলাম সকলেরই সহযোগিতা কামনা করি। যেন দেশটাকে যেন আমরা সুন্দরভাবে গড়তে পারি। গতরাতে কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে জোটভুক্ত দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একাদশ জাতীয় নির্বাচনে মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে ১৪ দলের কাকে কাকে নেয়া হবে, সেটি সম্পূর্ণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দায়িত্ব অর্পণ করেন শরিক দলের নেতারা। এ সময় প্রধানমন্ত্রী বাস্তবতার নিরিখে শরিক জোটকে মূল্যায়নের আশ্বাস দেন। জবাবে ১৪ দলের নেতারা জানান, মন্ত্রিসভা গঠনে বঙ্গবন্ধুর কন্যা যে সিদ্ধান্ত নেবেন, তা মেনে নেবে ১৪ দল। প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানাতে যাওয়া ১৪ দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সভাপতি নজিবুর বশর মাইজভাণ্ডারী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন, গণআজাদী লীগের এসকে শিকদার, বাসদের রেজাউর রশীদ খান, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডাঃ ওয়াজেদুল ইসলাম, ন্যাপ’র সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের প্রেসিডিয়াম সদস্য ডাঃ মোস্তাক হোসেন, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা এমএ গণি প্রমুখ উপস্থিত ছিলেন। ফুলেল শুভেচ্ছা প্রদান শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ১৪ দল সবসময় আপনার পাশে আছে এবং আগামীতেও থাকবে। এ সময় শেখ হাসিনা বলেন, সমাজের সর্বস্তরের জনগণ আওয়ামী লীগের বিজয়ের জন্য সর্বান্তকরণে প্রচেষ্টা চালিয়েছিল এবং এজন্য আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আওয়ামী লীগ সভানেত্রী তার দলের নিরঙ্কুশ বিজয়ে তাকে শুভেচ্ছা জানাতে গণভবনে আগত দলের নেতাদের ধন্যবাদ জানান। ১৪ দলের নেতাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, যে কাজগুলো করেছি এবং অনেকগুলো কাজ এখনো অসমাপ্ত রয়ে গেছে সেগুলো সম্পন্ন করা। দেশকে আরো উন্নত সমৃদ্ধশালী করা। যে দেশের স্বপ্ন আমাদের মহান নেতা জাতির পিতা দেখেছিলেন- বাংলাদেশ হবে একটা উন্নত সমৃদ্ধ দেশ। বিশ্ব সভায় আমরা মাথা উঁচু করে চলব। যে দেশের স্বপ্ন আমাদের মহান নেতা জাতির পিতা দেখেছিলেন- বাংলাদেশ হবে একটা উন্নত-সমৃদ্ধ দেশ। বিশ্ব সভায় আমরা মাথা উঁচু করে চলব।
×