ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে লুডু খেলা নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ পুলিশসহ আহত ৫০

প্রকাশিত: ০৮:২৬, ৩ জানুয়ারি ২০১৯

হবিগঞ্জে লুডু খেলা নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ পুলিশসহ  আহত ৫০

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২ জানুয়ারি ॥ লুডু খেলার বাজির পাওনা টাকা চাওয়া ও না দেয়ার ঘটনাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ উপজেলা লাখাইয়ের পল্লী করাবে দুই প্রভাবশালী গোষ্ঠীর সশস্ত্র সমর্থকদের মধ্যে দুই ঘণ্টাব্যাপী ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ, পুলিশের ওপর হামলা, পুলিশের লাটিচার্জ ও মুহুর্মুহু শর্টগানের ৬০ রাউন্ড গুলি বর্ষণের ঘটনায় আহত হয়েছে অন্তত অর্ধ শতাধিক। দুই শতাধিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাটিচার্জ ও গুলি ছুড়ে সংর্ঘষ নিয়ন্ত্রণে আনলেও উত্তেজনা চলছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই আবুল বাশার, রকিবুল আলম, আমিনুল ইসলাম ও কনস্টেবল আঙ্গুর মিয়াকে গুরুতর আহত অবস্থায় সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট থানার ওসি এমরান জনকণ্ঠকে জানান, তুচ্ছ ঘটনা নিয়ে এই সংঘর্ষের ঘটনায় ইতোমধ্যে জুয়েল রানা নামে এক মেম্বারসহ চারজনকে আটক করলেও পুনরায় সংঘর্ষের আশঙ্কায় সংশ্লিষ্ট গ্রামে রাত সাাড়ে ৯টা পর্যন্ত অতিরিক্ত পুলিশ ছিল।
×