ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সুধীর বরণ মাঝি

অষ্টম শ্রেণির হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

প্রকাশিত: ০৬:৫৫, ৩ জানুয়ারি ২০১৯

অষ্টম শ্রেণির হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

সিনিয়র শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর। মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫ দ্বিতীয় অধ্যায় প্রস্তুতি ॥ ২ বহুনির্বাচনী ॥ ৩০ ১। বেদ আমাদের - (ক) আদি কাব্যগ্রন্থ (খ) আদি ধর্মগ্রন্থ (গ) আদি জীবনীগ্রন্থ (ঘ) আদি নাট্যগ্রন্থ । ২। ভক্তির মাঝে কোনটি নিহিত ? (ক) ধ্যান (খ) জ্ঞান (গ) সাধনা (ঘ) মুক্তি। নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও ঃ উত্তম বেদের একটি খন্ড অনুশীলনের মাধ্যমে জ্যামিতি সম্পর্কে জ্ঞান অর্জন করে। ৩। উত্তম বেদের কোন খন্ড অনুশীলন করে ? (ক) যজুর্বেদ (খ) সামবেদ (গ) ঋগ্বেদ (ঘ) অর্থবেদ । ৪। বেদের উক্ত খন্ড অনুশীলনের মাধ্যমে- (র) ঋতু সম্পর্কিত জ্ঞান অর্জন সম্ভব (রর) বেদী নির্মাণ সম্পর্কিত জ্ঞান অর্জন সম্ভব (ররর) সঙ্গীত সম্পর্কিত জ্ঞান অর্জন সম্ভব। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও ররর (গ) র ও রর (ঘ) র,রর ও ররর। ৫। সমস্ত নিষ্কাম কর্মের ফল ভগবানে সমর্পণ করাকে বলে- (ক) ধ্যান (খ) ভজন (গ) ভক্তি (ঘ) সাধন। ৬। বেদের কোন অংশে মন্ত্রের ব্যাখ্যা দেওয়া হয়েছে? (ক) ব্রাক্ষ্মণ (খ) বেদান্ত (গ) উপনিষদ (ঘ) আরণ্যক। ৭। শ্রীমদ্ভগদ্গীতা - (র) সপ্তশতী (রর) বেদের সার (ররর) সংক্ষেপে গীতা। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও ররর (গ) র ও রর (ঘ) র,রর ও ররর। ৮। ভক্ত কেমন হবে? (ক) কামনা-বাসনামুক্ত (খ) কামনা-বাসনাযুক্ত (গ) বাসনামুক্ত (ঘ) জ্ঞানী ও সদালাপী।
×