ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আলোচিত খবর

প্রকাশিত: ০৬:৫০, ৩ জানুয়ারি ২০১৯

আলোচিত খবর

বিবারের জন্য দুয়ার খোলা! জাস্টিন বিবার। তরুণ প্রজন্মের কাছে বেশ পরিচিত এক নাম। কানাডিয়ান পপ গায়ক জাস্টিন বিবার। ২০১৩ সালে অনাকাঙ্খিত এক ঘটনাকে কেন্দ্র করে তার আর্জেন্টিায় প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। সেবার তিনি আর্জেন্টিার রাজধানী বুয়েনস এইরেসের একটি ক্লাবে আলোকচিত্রী ডিয়েগো পেনসোয়াকে বেধড়ক পিটুনি দেন। ঘটনাটি বিচারিক কার্যালয় পর্যন্ত পৌঁছায়। ২০১৬ সাল থেকে সে দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির কতৃপক্ষ। বেশ কবার আপিলের পর এবার তার নিষেধাজ্ঞা তুলে ন্ওেয়া হয়। বিবারের নামে এগুলো ছাড়্ওা বিভিন্ন ধরনের অভিযোগ ছিল। মুখ খুলে বিপাকে রানী! মিটু গত বছরের বেশ আলোচিত প্রতিবাদের নাম। যৌন হয়রানির অভিযোগ হ্যাশ ট্যাগ মিটু তে শেয়ার করেছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বলিউড তারকারাও এনেছিলেন যৌন হেনস্তার অভিযোগ। যদি বড় উদাহরণ দিতে হয় তবে নানা পটেকর এর বিরুদ্ধে তনুশ্রী দত্তের অভিযোগটি ছিল বেশ জোরালো। এবার মিটু নিয়ে মুখ খুললেন রানি মুখোপাধ্যায়। তবে পড়েছেন বিপাকেও। সম্প্রতি এক আলোচনায় দীপিকা, আলিয়া, অনুষ্কাদের সাথে উপস্থিত হয়েছিলেন রানী। কথার ফাঁকে তিনি বলে ফেলেন,নিজেকে রক্ষা করার মত ক্ষমতা বা সাহস নারীদের থাকা উচিত। এরপরই দীপিকা বলে ওঠেন, এমন অনেক মহিলা রয়েছেন যারা সেভাবে তৈরি নন। সবকিছু মিলিয়ে রানি বুঝাতে চেয়েছিলেন নিজেদের রক্ষা করাটা নারীদের ছোটবেলা থেকে শেখা উচিত। মার্শাল আর্ট শেখার পরামর্শ দেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কথাটি নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়। অনেকই কমেন্ট করেছেন তাহলে যে ৪ মাসের শিশু ধর্ষণের শিকার সে ্ও কী মার্শাল শিখে ধর্ষকদের মারবে? দ্বিতীয় বিয়েও টিকল না হলিউড,বলিউডে গায়ক-গায়িকা, নায়ক-নায়িকারা দু’চারটি বিয়ে সাধারণত করেই থাকেন। কিন্তু বিয়ে করা আর সংসার করা তো এক কথা নয়। ঠিক তাই।টিকল না মার্কিন গায়ক ,গীতিকার ্ও নৃত্যশিল্পী উশার রেমন্ডের দ্বিতীয় সংসার। বিবাহবিচ্ছেদের চিঠি পাঠিয়েছেন তার স্ত্রী গ্রেস মিশুয়েলকে। সম্প্রতি ইইএসএটুডে এর খবরে বিশ^গনমাধ্যম বিষয়টি নিশ্চিত হন। টানা ছয় বছর প্রেম করার পর ২০১৫ সালে গ্রেসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন উশার। নিজেদের মধ্যে বিপুল ভালবাসা এবং শ্রদ্ধাবোধ অটুট রাখতেই তাঁদের আলাদা থাকার এ সিদ্ধান্ত। উশারের পূর্বের স্ত্রীর নাম তামেকা ফষ্টার। রয়েছে দুটি সন্তান ও । উশার ২৩ বার গ্র্যামির জন্য মনোনয়ন পান, যার মধ্যে আটবারই পুরুস্কার পান।
×