ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিডি চয়েসের অর্জন

প্রকাশিত: ০৬:৪৫, ৩ জানুয়ারি ২০১৯

সিডি চয়েসের অর্জন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের অন্যতম সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস। বিগত কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে সঙ্গীত সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকা- পরিচালনা করে যথেষ্ট সুনাম অর্জন করেছে। নবীন-প্রবীণ শিল্পীদের অডিও এবং ভিডিও এ্যালবাম প্রযোজনার পাশাপাশি নাটকও প্রযোজনা করে যথেষ্ট প্রশংসিত হয়েছে প্রতিষ্ঠানটি। বিগত সময়ের ধারাবাহিকতায় গত ২০১৮ সালটিও প্রতিষ্ঠানটির সাফল্যের খাতায় বেশ কিছু অর্জন যুক্ত হয়েছে। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত প্রতিষ্ঠানটির কর্ণধার জহিরুল ইসলাম সোহেল। তিনি বলেন, বরাবরের মতো গত ২০১৮ সালেও আমাদের প্রতিষ্ঠান থেকে বেশ কিছু সাফল্য এসেছে। এর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো বাংলাদেশের প্রথম কোন ইউটিউব চ্যানেল সিডি চয়েস এক মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক অর্জন করেছে। সিডি চয়েসের দুই ইউটিউব চ্যানেল এক মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক অতিক্রম করেছে। চ্যানেল দুটি হলো ‘সিডি চয়েস’ যার বর্তমান সাবস্ক্রাইবার ১৭ লাখ ৩০ হাজার ৫০০ এবং ‘সিডি চয়েস ড্রামা’ যার বর্তমান সাবস্ক্রাইবার ১৫ লাখ ৩৫ হাজার। ইউটিউবের মিলিয়ন সাবস্ক্রাইবারের বিশেষ সম্মাননা হিসেবে এ বছর আমরা দুটি গোল্ডেন বাটন পেয়েছি। ফেসবুকের রাইট ম্যানেজার এবং ফেসবুকের মানিটাইজেশন প্রাপ্তি আমাদের এ বছরের অন্যতম অর্জন। এ বছর সিডি চয়েস থেকে প্রায় ৮০০ গান প্রকাশ হয়েছে। এছাড়া এ বছর সিডি চয়েস থেকে ৪০০ নাটক, ১০ টি বাংলা চলচ্চিত্র, ১০০ বাংলা ইসলামিক ওয়াজ এবং বেশ কিছু কমেডি ও কৌতুক প্রকাশ হয়েছে। সোহেল জানান, সিডি চয়েসের মোট ৮টি ইউটিউব চ্যানেল। চ্যানেলগুলো হলো ‘সিডি চয়েস’, ‘সিডি চয়েস ড্রামা’, ‘সিডি চয়েস এন্টারটেইনমেন্ট’, ‘সিডি চয়েস মুভি ধামাকা’, ‘বিডি দুনিয়া’, ‘সিডি চয়েস রঙ্গমঞ্চ’, ‘ইসলামিক চয়েস’, ‘হার্ট অব মিউজিক’ প্রভৃতি। এসব চ্যানেল হলে বিগত বছরের মতো আগামীতেও নতুন নতুন কন্টেট প্রকাশ করা হবে বলে জহিরুল ইসলাম সোহেল জানিয়েছেন। চ্যানেলটির সাফল্যে সিডি চয়েস পরিবার ও সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানান তিনি। অতীতের মতো সব সময় সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।
×