ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জেএমআর চ্যানেলের নতুন বছরের আয়োজন

প্রকাশিত: ০৬:৪৫, ৩ জানুয়ারি ২০১৯

জেএমআর চ্যানেলের নতুন বছরের আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ নতুন ইউটিউব চ্যানেল হিসেবে জেএমআর ইন্টারটেইনমেন্ট এরই মধ্যে বেশকিছু জনপ্রিয় নাটক দর্শকদের উপহার দিয়েছে। এই চ্যানেলের প্রযোজনায় ‘কাক্কুর বিয়ে’, ‘জাপটে থাকুক প্রেম’, ‘ব্যানার’, ‘আড়াল’, ‘আবেগ কুমার’, ‘যন্ত্রণা’, ‘ধুসর কুয়াশা’, ‘জাস্ট চেপে যান’, ‘আবহাওয়াবিদ’, ‘অবুঝ দিনের গল্প’সহ বেশকিছু জনপ্রিয় নাটক উপহার পেয়েছ দর্শকরা। সবশেষ অপূর্ব ও তানজিন তিশার ‘অবুঝ দিনের গল্প’ নামের নাটকটি বেশ সাড়া পান নির্মাতা ও অভিনয়শিল্পীরা। গত ২৭ ডিসেম্বর আরটিভিতে তাদের অভিনীত ‘অবুঝ দিনের গল্প’ নাটকটি প্রচার হয়। নাটকটি জেএমআর ইউটিউব চ্যানেলে প্রকাশের পর বেশ সাড়া ফেলে। অল্প সময়ে দুই মিলিয়নের বেশি ভিউ পেয়েছে নাটকটি। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আরেক জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, শিহাব শাহীনের পরিচালনায় এর আগেও বেশ কিছু কাজ করেছি। তার লেখা গল্পের নাটকে ভিন্নতা থাকে। এ নাটকেও সুন্দর একটি গল্প রয়েছে। এ নাটকটি থেকে বেশ সাড়া পেয়েছি। তানজিন তিশা বলেন, নতুন বছর শুরুর আগেই এত ভাল রেসপন্স পাব ভাবিনি। নাটকটি প্রচারের পর অনেক অনেক সাড়া পাচ্ছি। শিহাব শাহীন বলেন, আমি নাটক পরিচালনা এখন তেমন করছি না। তবে এ কাজটি করার পর ভাল লেগেছে। আর দর্শকের সাড়া একজন নির্মাতার কাছে সত্যিই বড় পাওয়া। এ নাটকে আরও অভিনয় করেছেন মেহেদী হাসান পিয়াল, মম আলী, খলিলুর রহমান কাদেরী, হিরা রহমান ইতিসহ অনেকে। জেএমআর ইন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে দর্শকরা নাটকটি উপভোগ করতে পারবেন।
×