ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলতে চান ফুটবলাররা

প্রকাশিত: ০৬:৪২, ৩ জানুয়ারি ২০১৯

বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলতে চান ফুটবলাররা

স্পোর্টস রিপোর্টার ॥ সদ্য শেষ হওয়া বছরটিকে বাংলাদেশের জংটবলের পুনরুজ্জীবনের বছর বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে জংটবলে সাফল্য পেতে নতুন বছরে আরও বেশি ম্যাচ খেলার দাবি জানিয়েছেন ফুটবলাররা। আর বিশেষজ্ঞরা মনে করেন ঘরোয়া কাঠামোর পাশাপাশি বয়সভিত্তিক পর্যায়ে আরও মনোযোগী হতে হবে এখনই। প্রায় দেড় বছরের নির্বাসন কাটিয়ে সদ্য সমাপ্ত বছরে আন্তর্জাতিক অঙ্গনে ফেরে দেশের ফুটবল। ঘরের মাঠে অনুষ্ঠেয় সাফ, বঙ্গবন্ধু গোল্ডকাপ আর প্রীতি ম্যাচ... সব মিলিয়ে জাতীয় দল খেলেছে বেশকিছু ম্যাচ। তবে মোটাদাগে সাফল্য আসেনি। তবু গ্যালারি ভর্তি দর্শক, ডাগআউটে বন্ধুবৎসল একজন কোচ আর মাঠে ফুটবলারদের প্রাণান্ত চেষ্টায় ইতিবাচক বার্তাই দিয়েছে গত বছরটা। বাংলাদেশ ফুটবল নিয়ে যারা নিয়মিত খোঁজ-খবর নেন, তাদের মতেÑ বড় কোন সাফল্য না পেলেও আগের তুলনায় জাতীয় দলের অনেক উন্নতি হয়েছে। তারা আরও মনে করেন- খেলোয়াড়দের মনোভাবেরও উন্নতি হয়েছে অনেক। যেহেতু খেলোয়াড়দের সাম্প্রতিক বছরগুলোর পারফর্মেন্স খুব ভাল হয়নি, তাই হঠাৎ করে ভাল করা খুব কষ্টকর হলেও তারা আশা করেন আস্তে আস্তে সবার পারফর্মেন্সের উন্নতি হবে। নতুন বছরে প্রত্যাশা বেড়েছে আরও। বিশেষজ্ঞরা বলছেন ফুটবলের হারানো গৌরব ফেরাতে এখনই উদ্যোগী হতে হবে। সেক্ষেত্রে সুষ্ঠু পরিকল্পনা যেমন দরকার, তেমনি মনোযোগী হতে হবে বয়সভিত্তিক ফুটবলেও। অন্যদিকে খেলোয়াড়দের দাবিÑ বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ। ফুটবলপ্রেমীদের অভিমত- সাময়িক পরিকল্পনায় ফুটবলের উন্নয়ন সম্ভব নয়। দেশের ফুটবলের উন্নয়নের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনার। নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় দলের এক ফুটবলার বলেন, ‘ঘরোয়া ক্লাবগুলো স্ট্রাইকার পজিশনে বিদেশীদের খেলানোর কারণে লীগগুলোতে আমরা স্ট্রাইকার হিসেবে খেলার সুযোগ খুব বেশি পাই না, আমাদের স্কোরার হিসেবে ভাল করতে হলে তাই বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রয়োজন।’ ফেডারেশনের অন্তর্কোন্দল বাদ দিয়ে পরিকল্পনা অনুযায়ী এগোতে পারলে এগোবে দেশের ফুটবলও, এমনটাই মনে করেন সবাই।
×