ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিপিএলের টিকেট বিক্রি শুরু আজ

প্রকাশিত: ০৬:৪২, ৩ জানুয়ারি ২০১৯

বিপিএলের টিকেট বিক্রি শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) ষষ্ঠ আসর শুরু হবে শনিবার। শেষ হবে ৮ ফেব্রুয়ারি। এ আসরের টিকেট বিক্রি আজ শুরু হবে। সাধারণ গ্যালারির টিকেট ২০০ টাকা, ছাউনিযুক্ত গ্যালারির টিকেট ৩০০ টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেট ২০০০ টাকা দিয়ে কেনা যাবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমপর্বে বিপিএলের ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। শনিবার শুরু হয়ে ১৩ জানুয়ারি মিরপুরে খেলা চলবে। মিরপুরের প্রথমপর্বের ম্যাচগুলোর জন্য টিকেট বিক্রি হবে। টিকেট বিক্রি হবে সকাল নয়টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও স্টেডিয়ামের এক নম্বর গেটের বুথে টিকেট বিক্রি হবে। তৃতীয়পর্বও হবে মিরপুরে। এ পর্বের জন্য ২০ জানুয়ারি টিকেট বিক্রি শুরু হবে। আর পঞ্চমপর্বের টিকেট বিক্রি হবে ৩১ জানুয়ারি। সিলেটে দ্বিতীয় ও চট্টগ্রামে চতুর্থপর্বের টিকেট বিক্রির সূচী শীঘ্রই জানানো হবে। তবে সিলেটে ১৪ জানুয়ারি সিলেট বিভাগীয় স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বুথে টিকেট বিক্রি হতে পারে। চট্টগ্রামে ২৪ জানুয়ারি এম এ আজিজ স্টেডিয়াম ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টিকেট বিক্রি হতে পারে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের টিকেটের মুল্যেই সিলেট ও চট্টগ্রামের টিকেট বিক্রি হবে। প্লে-অফ ও ফাইনাল খেলার টিকেটের মূল্য ও টিকেট বিক্রির সময় পরে জানানো হবে। বুথ ছাড়াও অনলাইনে সহজ ডট কম (ংড়যড়ু.পড়স) ও ইউক্যাশ (টপধংয) এ টিকেট বিক্রি হবে।
×