ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রিসবেনে ওসাকার জয়

প্রকাশিত: ০৬:৪১, ৩ জানুয়ারি ২০১৯

ব্রিসবেনে ওসাকার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমে টেনিস দুনিয়ায় চমক হয়ে এসেছিলেন নাওমি ওসাকা। ইউএস ওপেন জয়ে ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপা চুমো এঁকেছিলেন জাপানের এই তরুণ প্রতিভাবান খেলোয়াড়। নতুন মৌসুমের শুরুতে তারদিকে সমর্থকদের প্রত্যাশাটাও ছিল একটু বেশি। তবে হতাশ করেননি ২১ বছরের এই তরুণী। জয় দিয়েই ২০১৯ সাল শুরু করেছেন তিনি। ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টে মঙ্গলবার নিজের প্রথম ম্যাচে নাওমি ওসাকা ৬-৩ এবং ৬-২ গেমে পরাজিত করেন অস্ট্রেলিয়ান বাছাই দেস্তানি আইয়াভাকে। সেই সঙ্গে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন তিনি। প্রতিপক্ষকে হারাতে ওসাকা এদিন সময় নেন মাত্র ৬৮ মিনিট। তবে ম্যাচে লড়াই হয়েছে বেশ। মাঝে মাঝেই ওসাকাকে বিপাকে ফেলে দেয়ার চেষ্টা করেছিলেন দেস্তানি। কিন্তু পেরে উঠতে পারেননি। দেস্তানির বয়স মাত্র ১৮। ম্যাচ শেষে ওসাকা জানালেন, ‘কোর্টে যেন আমার তরুণ প্রতিচ্ছবিটাই প্রতিনিধিত্ব করছিল। তবে তার দুর্দান্ত পারফর্মেন্স আমাকে বিস্মিত করেছে। কেননা সে যা দেখিয়েছে তা অনেকের পক্ষেই অসম্ভব।’ শুধু তাই নয়, ম্যাচে ফেবারিট হয়ে নামলেও চাপের মধ্যে ছিলেন নাওমি ওসাকা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ম্যাচে জেতার প্রত্যাশা নিয়েই কোর্টে নামি আমি। কিন্তু কোর্টে নেমে আমি খুব নার্ভাস হয়ে পড়েছিলাম।
×