ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকারকে স্বীকৃতি না দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ড. কামালের আহ্বান

প্রকাশিত: ০৫:৫৭, ৩ জানুয়ারি ২০১৯

সরকারকে স্বীকৃতি না দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ড. কামালের আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রত্যাখ্যানের পর, নতুন সরকারকে স্বীকৃতি না দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। জার্মানিভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ আহ্বান জানান। ড. কামাল বলেন, প্রশ্নবিদ্ধ এ নির্বাচনকে বৈধতা দিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নিজের গ্রহণযোগ্যতা হারিয়েছেন। আমি আশা করি, জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে এ ভোট ডাকাতির নির্বাচনকে কোনভাবেই স্বীকৃতি দেবে না। আন্তর্জাতিক গণমাধ্যমে কামাল হোসেন যখন এ আহ্বান জানিয়েছেন এর আগেই টানা তৃতীয়বারের মতো নিরঙ্কুশ বিজয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে জাতিসংঘসহ বিশ^ নেতারা অভিনন্দন জানিয়েছেন। সাক্ষাতকারে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক আরও বলেন, প্রহসনের এ নির্বাচনে জনগণের মতামতের কোন প্রতিফলনই ঘটেনি। এই নির্বাচনকে সরকারের একটি পাতানো নির্বাচন বলেও দাবি করেন প্রবীণ এই রাজনীতিবিদ। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ ২৬৯ আসনে বিজয়ী হয়। জাতীয় পার্টি ২২, বিএনপি ৫, জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা দুটি আসনে জয় পায়। নির্বাচনের দিন দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাবেক আওয়ামী লীগ নেতা সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও সন্ধ্যায় নির্বাচন প্রত্যাখ্যান করে কর্মসূচী ঘোষণা করেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোট বিপ্লবের ডাক দিয়েও সারা মেলেনি ভোটারদের পক্ষ থেকে। নির্বাচনে ভরাডুবির পর হতাশায় ভুগছেন ফ্রন্ট ও বিএনপির নেতারা। আর হতাশা থেকেই তারা নানা কথা বলছেন। যদিও আন্তর্জাতিক পর্যবেক্ষক, গণমাধ্যম থেকে শুরু করে বিশ^ নেতারা বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করছে। ডয়চে ভেলের বাংলা বিভাগককে দেয়া সাক্ষাতকারে কামাল হোসেন বলেন, আমরা ইতোমধ্যে কর্মসূচী ঘোষণা করেছি। জাতীয় ঐক্যফ্রন্ট কোন আন্দোলনে যাবে কিনা- এমন প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, আমরা ৩০ ডিসেম্বরই পাতানো এ নির্বাচন প্রত্যাখ্যান করে নতুন করে তফসিল ঘোষণা ও পুনরায় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছি। ঐক্যফ্রন্টের অন্য নেতাদের সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়ে নতুন করে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানান তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিকে নিয়ে নতুন রাজনৈতিক মোর্চা গঠন করেন কামাল হোসেন। গত ১৩ অক্টোবর গঠিত নতুন রাজনৈতিক মোর্চার নাম দেয়া হয় জাতীয় ঐক্যফ্রন্ট। ২০ দলীয় জোট অটুট রেখেই বিএনপি নতুন মোর্চায় শামিল হয়। তবে বিএনপিসহ ঐক্যফ্রন্টের প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। জামায়াতের সঙ্গে সখ্যতা নিয়ে নানা সমালোচনার মুখে পড়তে হয় কামাল হোসেনকে। তবে এসব বিষয় তিনি গুরুত্বের সঙ্গে কখনই বিবেচনায় নেননি। বরং উল্টো অবস্থান নিয়েছেন তিনি। নিজে প্রার্থী না হলেও দল ও জোটের শরিক সবাই জামায়াতের ২৫ প্রার্থীর সঙ্গে একই প্রতীক নিয়ে নির্বাচনে লড়েছেন।
×