ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নিরঙ্কুশ বিজয়ে শেখ হাসিনাকে রাশিয়া ও ইরানের অভিনন্দন

প্রকাশিত: ০৫:৫৪, ৩ জানুয়ারি ২০১৯

নিরঙ্কুশ বিজয়ে শেখ হাসিনাকে রাশিয়া ও ইরানের অভিনন্দন

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। বুধবার পুতিন শুভেচ্ছা বার্তা পাঠান বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে। অপরদিকে একই দিন ইরানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পাঠান বলে ঢাকায় ইরানী দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে প্রেসিডেন্ট রুহানি বলেন, ভোটে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ এই সাফল্যকে সম্ভবপর করেছে। এতে আপনার নেতৃত্বের প্রতি জনগণের আস্থার প্রকাশ ঘটেছে। ইরান ও বাংলাদেশের মধ্যকার ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করেন ড. রুহানি আশা প্রকাশ করেন, মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী এই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী দিনগুলোতে আরও বিস্তৃত হবে। শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণের কল্যাণ সফলতা কামনা করেন ইরানের প্রেসিডেন্ট। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৯ আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জোটগতভাবে তারা পেয়েছে ২৮৮ আসন। অন্যদিকে তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপি ও তাদের জোটসঙ্গীরা সব মিলিয়ে মাত্র সাতটি আসনে জয় পেয়েছে। এই বিপুল বিজয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট, টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা। ২০০৯ সাল থেকে একটানা সরকার প্রধানের দায়িত্বে থাকা শেখ হাসিনা এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। অপরদিকে সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবির সাবেক কর্মকর্তা ভøাদিমির পুতিন কার্যত ২০০০ সাল থেকে রাশিয়ার নেতৃত্বে আছেন। দুই দফায় প্রেসিডেন্ট হওয়ার পর ২০০৮ থেকে ২০১২ সাল মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন তিনি, তার ঘনিষ্ঠ সহযোগী দিমিত্রি মেদভেদেভ সে সময় প্রেসিডেন্ট ছিলেন। এরপর ২০১২ সাল থেকে আবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেয়া রাশিয়ার সহযোগিতায় পাবনার রূপপুরে বাংলাদেশের প্রথম পরমাণু বিদ্যুত কেন্দ্র নির্মাণ কাজ চলছে। জাতীয় নির্বাচনে জয়ে বুধবার সকালেই শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। এর আগে ভোটের ফলাফল আসার পরপরই সোমবার সকালে শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, সৌদি আরবের বাদশা ও যুবরাজ, কাতারের আমির, ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, ফিলিস্তিনের প্রেসিডেন্ট এবং ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী আওয়ামী লীগের বিজয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শেখ হাসিনাকে সোনিয়া গান্ধীর অভিনন্দন ॥ ভারতীয় কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। খবর বাসসর। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, রবিবারের জাতীয় নির্বাচনে শেখ হাসিনার দলের নিরঙ্কুশ বিজয়ে ভারতীয় কংগ্রেস দলের নেতা প্রধানমন্ত্রীর কাছে প্রেরিত এক বার্তায় বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রীর সাফল্যের পাশাপাশি বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা ॥ বিডিনিউজ জানায়, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে মঙ্গলবার টেলিফোন করেন সুষমা স্বরাজ। এ সময় তিনি বাংলাদেশকে দেয়া ভারত সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। ভবিষ্যতেও পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে কাজ করার আশা প্রকাশ করেন ভারতের মন্ত্রী। বাংলাদেশ-ভারতের যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) কো-চেয়ারের দায়িত্বে রয়েছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। টেলিফোন করায় মাহমুদ আলী ভারতীয় মন্ত্রীকে ধ্যনবাদ জানান। এ সময় তিনি দুই দেশের জনগণের কল্যাণে একসঙ্গে কাজ অব্যাহত রাখার ব্যাপারে আশা প্রকাশ করেন। বিএফএসএ নেতাদের অভিনন্দন ॥ নির্বাচনে বিজয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফরেন সার্ভিস এ্যাসোসিয়েশন (বিএফএসএ)। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএফএসএ’র নেতারা অভিনন্দন প্রদানকালে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক, বিএফএসএ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রাষ্ট্রদূত মাসুদ মাহমুদ খন্দকার, ভাইস প্রেসিডেন্ট (দ্বিতীয়) নাহিদা সোবহান, জেনারেল সেক্রেটারি খোরশেদ খাস্তগীর, চীফ অব প্রটোকল একেএম শহীদুল করিম, মহাপরিচালক (প্রশাসন) নোমান চৌধুরী উপস্থিত ছিলেন।
×