ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে মন্ত্রিত্ব নিয়ে নানা হিসাব-নিকাশ

প্রকাশিত: ০৪:৩১, ৩ জানুয়ারি ২০১৯

কিশোরগঞ্জে মন্ত্রিত্ব নিয়ে নানা হিসাব-নিকাশ

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২ জানুয়ারি ॥ হাওড় অধ্যুষিত জেলার ছয়টি সংসদীয় আসনের সবক’টিতে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর এ জেলা থেকে কতজন মন্ত্রিত্ব পাচ্ছেন তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জেলার নির্বাচিত ছয়জন সংসদ সদস্যের মধ্যে পাঁচজন আওয়ামী লীগের এবং একজন মহাজোটের শরিক জাতীয় পার্টির। তাদের মধ্যে মন্ত্রিসভায় কারা ঠাঁই পাচ্ছেন, তার হিসাব নিকাশ শুরু হয়েছে নির্বাচনের ফলাফল পাওয়ার পর থেকেই। ছয়জন সংসদ সদস্যের মধ্যে ইতোমধ্যে দুইজনের মন্ত্রিত্বের অভিজ্ঞতা রয়েছে। তারা হলেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। এই দুইজনের মধ্যে সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসন থেকে টানা পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এলজিআরডিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে মুজিবুল হক চুন্নু কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে টানা তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগেও এরশাদ সরকারের সময়ে তিনি দুইবার সংসদে এই আসনের প্রতিনিধিত্ব করেছেন। সে সময়ে তিনি উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনও করেছেন। এছাড়া ২০০৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি মহাজোট সরকারের মন্ত্রিসভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ মেয়াদে মুজিবুল হক চুন্নু শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় পার্টিকে এবারও মন্ত্রিসভায় রাখা হলে তিনি আবারও মন্ত্রিসভায় ঠাঁই পাবেন, এমন প্রত্যাশা তার সংসদীয় আসনের লোকজনসহ জেলাবাসীর। কিশোরগঞ্জ-৬ (কুলিয়ারচর-ভৈরব) আসন থেকে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন প্রয়াত রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের ছেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সর্বশেষ মেয়াদেও মন্ত্রিসভায় তার ঠাঁই পাওয়ার বিষয়টি জোর আলোচনায় ছিল। কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসন থেকে জেলার মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে জয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বর্তমান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক। মন্ত্রিসভায় তাকে দেখতে উন্মুখ হয়ে রয়েছেন হাওড়ে তার নির্বাচনী এলাকাসহ জেলার সাধারণ মানুষ। কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসন থেকে এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক আইজিপি, সচিব ও রাষ্ট্রদূত নূর মোহাম্মদ। কিশোরগঞ্জ-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আফজাল হোসেন এবার প্রথমবারের মতো মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত হচ্ছেন বলে এলাকায় আলোচনা চলছে। টানা তৃতীয়বারের মতো তিনি বিএনপির দুর্গখ্যাত এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
×