ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজধানীর পোস্টার ব্যানার ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে ॥ সাঈদ খোকন

প্রকাশিত: ০৪:২৯, ৩ জানুয়ারি ২০১৯

রাজধানীর পোস্টার ব্যানার ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে ॥ সাঈদ খোকন

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর ২ সিটি কর্পোরেশনের বিভিন্নস্থানে সাঁটানো পোস্টার ও ঝোলানো ব্যানার, ফেস্টুন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। একই সঙ্গে নির্বাচনে অংশগ্রহণকারী দলের নেতাকর্মীদের বিশেষ করে জয়ী প্রার্থীর নেতাকর্মীদের সিটি কর্পোরেশনকে এ কাজে সর্বোচ্চ সহায়তার জন্য আহ্বান জানান তিনি। বুধবার সকালে রাজধানীর পুরান ঢাকার নর্থ-সাউথ রোড সুরিটোলা প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনপরবর্তী পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন। এজন্য তিনি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের দ্রুত এ নির্দেশ বাস্তবায়নের নির্দেশ দেন। মেয়র বলেন, আমরা একযোগে ৫৭ টি এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচী চালু করেছি; যা সংশ্লিষ্ট কর্মকর্তাগণের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়মিত মনিটরিং করা হচ্ছে এবং পুরোপুরি পরিষ্কার না করা পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। আমরা এসব অপসারণ করে সুন্দর ঢাকায় ফেরত যেতে চাই। মেয়র বলেন, সকল প্রার্থীই নির্বাচনী ব্যানার, ফেস্টুন দেয়ালে সাঁটেন বা বিভিন্নস্থানে প্রচারসামগ্রী ঝুলিয়ে দেন। আশা করি, জনগণের কাছে দেয়া নির্বাচনী ওয়াদা অনুযায়ী ও ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট সবাই নিজ দায়িত্বে এসব সরিয়ে নেবেন। তবে ৪৮ ঘণ্টার মধ্যেই সব পোস্টার, ফেস্টুন, ব্যানার অপসারণ করা হবে। তাই আমি প্রার্থী নেতা-কর্মীদের সহায়তা কামনা করছি। এ সময় তিনি রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে বিজয়ী প্রার্থীদের প্রতি আহ্বান জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনও এ সংক্রান্ত কাজ শুরু করেছে। আশা করি, তারাও নির্দিষ্ট সময়ের মধ্যেই এই কাজ শেষ করতে সক্ষম হবে। সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে মেয়র বলেন, রাজধানীকে পুরোপুরি পরিষ্কার-পরিচ্ছন্ন না করা পর্যন্ত প্রতি বৃহস্পতিবার রাতেরবেলায় শিফট ব্যবস্থা চালু থাকবে। আমরা চাই বর্জ্যমুক্ত পরিচ্ছন্ন নগরী ও দূষণমুক্ত ঢাকা। পোস্টার, ব্যানার যে কোন স্থানে লাগানো নিয়ে সিটি কর্পোরেশনের নির্দেশনা অনুযায়ী কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান না মানলে কোন প্রকার শাস্তি প্রয়োগ বা জরিমানা করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, আপাতত আমরা নগরকে পরিচ্ছন্ন রাখতে ও সৌন্দর্যবর্ধন অব্যাহত রাখতে যত্রতত্র পোস্টার, ব্যানার বা ফেস্টুন যাতে না লাগানো হয় সেজন্য নাগরিক সচেতনতা তৈরি করতে কাজ করব। এসব কাজে নাগরিকদের উৎসাহিত করতে আমরা সমাজের সকলস্তরের নানা পেশার বিশিষ্ট নাগরিকদের সম্পৃক্ত করব।
×