ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

১৪ দিনের অবকাশ শেষে খুলেছে সুপ্রীমকোর্ট

প্রকাশিত: ০৪:২৮, ৩ জানুয়ারি ২০১৯

১৪ দিনের অবকাশ শেষে খুলেছে সুপ্রীমকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সুপ্রীমকোর্ট সাপ্তাহিক, সরকার ঘোষিত ছুটিসহ আদালতের শীতকালীন অবকাশ শেষে ১৪ দিন পর বুধবার সুপ্রীমকোর্ট খুলেছে। সর্বোচ্চ আদালতে অবকাশ শেষে বুধবার থেকেই নিয়মিত বিচার কাজ শুরু হয়েছে। সকাল থেকেই আইনজীবী, বিচারপ্রার্থীসহ আদালত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আগমনে প্রাণচাঞ্চল্য দেখা যায় দেশের সর্বোচ্চ আদালত অঙ্গনে। ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটি, একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ কোর্টের অবকাশের কারণে সর্বোচ্চ আদালত তথা সুপ্রীমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে মামলা সংক্রান্ত জরুরী বিষয়াদি নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে বিভিন্ন বিচারিক বেঞ্চ গঠন করা হয়। এসব বেঞ্চে মামলা সংক্রান্ত জরুরী বিষয়াদির শুনানি ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। অবকাশকালীন বেঞ্চে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা সংক্রান্ত বিভিন্ন মামলা এবং নিবন্ধন বাতিল হওয়া জামায়াতের দলীয় প্রার্থিতা নিয়ে মামলার শুনানি ও আদেশ হয়েছে। এদিকে চেম্বার জাজ হিসেবে বিচার কাজ পরিচালনা করবেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সুপ্রীমকোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে আদালত খোলার পরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতœতত্ত্ব , সরকার ও রাজনীতি এবং চারুকলা এই তিন বিভাগে প্রভাষক নিয়োগ কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে, গত ৮ নবেম্ব^র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত, প্রতœতত্ত্ব বিভাগে ২টি, সরকার ও রাজনীতি বিভাগে ২টি এবং চারুকলা বিভাগে একটি করে পদে প্রভাষক নিয়োগের সার্কুলার জারির কার্যক্রমও স্থগিত করেছেন আদালত। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। অন্যদিকে গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করতে দেশের সর্বোচ্চ আদালতের প্রতি দাবি জানিয়েছেন সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট জয়নুল আবেদীন। সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির এক সংবাদ সম্মেলন থেকে বুধবার এ দাবি জানান তিনি। তিন প্রভাষক নিয়োগ ৬ মাসের জন্য স্থগিত ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতœতত্ত্ব , সরকার ও রাজনীতি এবং চারুকলা এই তিন বিভাগে প্রভাষক নিয়োগ কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করে রুল জারি করেছে হাইকোর্ট। ’১৮ সালের ৮ নবেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি কেন অবৈধ ও বেআইনী ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, জাবি উপাচার্য, জাবির রেজিস্ট্রার এবং সরকার ও রাজনীতি বিভাগের সভাপতিকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। নির্বাচন বাতিল দাবি ॥ গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করতে দেশের সর্বোচ্চ আদালতের প্রতি দাবি জানিয়েছেন সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট জয়নুল আবেদীন। সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির একাংশ আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে বুধবার এ দাবি জানান তিনি। জয়নুল আবেদীন বলেন, যে নির্বাচন হয়েছে তা দেশ জাতি গ্রহণ করেনি। এই নির্বাচনকে কোন নির্বাচন বলা যায় না। সংবিধানের অভিভাবক হিসেবে দেশের সর্বোচ্চ আদালতের প্রতি এ নির্বাচন বাতিলের দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘এ নির্বাচন ছিল একটা প্রতারণা।
×