ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশ সমাজতন্ত্র থেকে মুক্তি পেল ॥ বোলসোনারো

প্রকাশিত: ০৪:২৬, ৩ জানুয়ারি ২০১৯

দেশ সমাজতন্ত্র থেকে মুক্তি পেল ॥ বোলসোনারো

ব্রাজিল ‘সমাজতন্ত্র ও রাজনৈতিক শুদ্ধতা’ থেকে মুক্তি পেল বলে মন্তব্য করেছেন দেশটির নতুন ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। মঙ্গলবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি একথা বলেন। ইয়াহু নিউজ। ভাষণে লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটির দুর্নীতি, অপরাধ ও অর্থনৈতিক অব্যবস্থা নিয়ন্ত্রণেরও প্রতিশ্রুতি দেন তিনি। ভাষণের আগে ব্রাজিল কংগ্রেসের এক যৌথ অধিবেশনে দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সেখানে উপস্থিত ছিলেন। ভাষণে তিনি বলেন, সমাজতন্ত্র, রাজনৈতিক শুদ্ধাচার থেকে ব্রাজিলের মুক্তি এখন থেকে শুরু হলো। ‘দুর্নীতির জোয়াল, অপরাধ, অর্থনৈতিক দায়িত্বহীনতা ও মতাদর্শগত আনুগত্য থেকে জাতিকে মুক্ত করতে’ তাকে সাহায্য করার জন্য আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
×