ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাশিয়ায় ধ্বংসস্তূপ থেকে জীবিত শিশু উদ্ধার

প্রকাশিত: ০৪:২৬, ৩ জানুয়ারি ২০১৯

রাশিয়ায় ধ্বংসস্তূপ থেকে জীবিত শিশু উদ্ধার

রাশিয়ার উদ্ধারকর্মীরা দেশটির একটি ধসে পড়া এ্যাপার্টমেন্ট ভবন থেকে মঙ্গলবার এক নবজাতক শিশুকে জীবিত উদ্ধার করেছে। ছেলে শিশুটি শূন্যের নিচে তামপাত্রার মধ্যে পুরো একটি রাত কাটায়। গ্যাস বিস্ফোরণে ওই ভবন ধসে পড়ে অন্তত নয় জন মারা গেছে। খবর এএফপির। এই ঘটনায় ভবনটির আরও বেশ কয়েকজন বাসিন্দা এখনও নিখোঁজ রয়েছে। কর্তৃপক্ষ জানায়, ১০ মাস বয়সী শিশুটির নাম ইভান ফোকিনে। শিশুটিকে হাসপাতালে চিকিৎসাধীন তার মায়ের কাছে নিয়ে যাওয়া হয়েছে। রাশিয়ার জরুরী মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘নববর্ষের অলৌকিকতা প্রকাশ পেয়েছে!’ মস্কো থেকে ১ হাজার ৭শ’ কিলোমিটার পূর্বে মাগনিতোগোরস্ক শিল্প নগরীতে এই মর্মান্তিক ভবন ধসের ঘটনাটি ঘটে। বিবৃতিতে আরও বলা হয়, ‘শিশুটির মা জীবিত আছেন।তিনি হাসপাতলে তার সন্তানকে চিনতে পেরেছেন।’
×