ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাখাইনে পুলিশ-সশস্ত্র বৌদ্ধদের সংঘর্ষ

গৃহহীন আড়াই হাজার

প্রকাশিত: ০৪:২৪, ৩ জানুয়ারি ২০১৯

গৃহহীন আড়াই হাজার

মিয়ানমারে গোলযোগপূর্ণ রাজ্য রাখাইনে পুলিশের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ হয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বুধবার বলেছে। নিরাপত্তা বাহিনী ও বৌদ্ধ রাখাইন জাতিগত গ্রুপের প্রতিনিধিত্বকারী এক সশস্ত্র গ্রুপের মধ্যে এ তীব্র লড়াই অব্যাহত রয়েছে। খবর ইয়াহু নিউজ। জাতিসংঘ বলেছে, মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইরত কয়েকটি গ্রুপের মধ্যে অন্যতম আরাকান আর্মির সঙ্গে ডিসেম্বরের প্রথম দিকে এ লড়াই শুরু হওয়ার পর প্রায় ২ হাজার ৫শ’ বাসিন্দাকে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। এ গ্রুপগুলো জাতিগত সংখ্যালঘুদের জন্য আরও স্বায়ত্তশাসন চাইছে। মিয়ানমারের সামরিক বাহিনী গত মাসে সশস্ত্র গ্রুপগুলোর সঙ্গে স্থবির শান্তি আলোচনা আবারও শুরু করার লক্ষ্যে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে লড়াই ৪ মাসের জন্য স্থগিত রাখার ঘোষণা দেয়। পশ্চিমাঞ্চলে রাখাইন রাজ্য এ যুদ্ধবিরতিতে অন্তর্ভুক্ত নয়। তাই দেশটিতে সকল সংঘাত অবসানে সামরিক বাহিনীর ইচ্ছার বিষয়ে সন্দেহ দেখা দিয়েছে। সামরিক বাহিনী ২০১৭ সালে যে অঞ্চলে অভিযান চালায় রাখাইনের অবস্থান সেখানে। ওই অভিযানে ৭ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা মুসলিম সীমান্ত সংলগ্ন বাংলাদেশে পালিয়ে যায়। রাখাইনে বৌদ্ধ জাতিগত রাখাইনরা রাখাইন রাজ্যে সংখ্যাগরিষ্ঠ। রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল নিউলাইট অব মিয়ানমার বলেছে, বুথিদাউং এলাকায় সেতাউং গ্রামের কাছে মঙ্গলবার ক্ষুদ্র ও ভারি অস্ত্রসজ্জিত প্রায় ৩০ সদস্যের একটি গ্রুপের হামলায় এক পুলিশ মারাত্মকভাবে আহত হয়েছে। আরাকান আর্মির এক মুখপাত্র খিন থুখা পুলিশের ওপর এ হামলার দায়িত্ব অস্বীকার করেছেন। কিন্তু বলেছেন, গ্রুপটি মঙ্গলবার সেতাউংয়ে সরকারী নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। খিন থুখা বুধবার রয়টার্সকে বলেছেন, এ গ্রুপের বিরুদ্ধে সীমান্ত সামরিক আক্রমণের অংশ হিসেবে বাংলাদেশ সংলগ্ন সীমান্ত থেকে দূরবর্তী এলাকাগুলোতে কয়েকশ’ সীমান্ত গার্ড পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, আজ (বুধবার) অন্য একটি এলাকায় সকাল ৮টায় এ লড়াই শুরু হয়। সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল তুন তুন নাইয়াই এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি প্রকাশ করেন। জাতিসংঘ কোঅর্ডিনেশন অব হিউম্যানিটিরিয়াল এ্যাফেয়ার্সের অফিস থেকে সোমবার বলা হয়, রাখাইনে গত সপ্তাহে সংঘাতে ১ হাজার ৫শ’ বাসিন্দা নতুন করে বাস্তুচ্যুত হয়েছে এবং ৮ ডিসেম্বর সংঘর্ষ শুরু হওয়ার পর আরও ১ হাজার মানুষ ঘরবাড়ি-ছাড়া হয়েছে। জাতিসংঘ সংস্থা বলেছে, কর্তৃপক্ষ স্থানীয় ও বিদেশী ত্রাণগ্রুপগুলো বাস্তুচ্যুতদের প্রতি ত্রাণ সরবরাহ করছে।
×