ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কৃষকদের মাঝে সার বিতরণ

প্রকাশিত: ০৪:২৩, ৩ জানুয়ারি ২০১৯

কৃষকদের মাঝে সার বিতরণ

সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ২ জানুয়ারি ॥ ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদের ভেতরে বুধবার বেলা ১১টায় ২৭ জন প্রদর্শনী কৃষকদের মাঝে সার ও সাইনবোর্ড বিতরণ করা হয়েছে। উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস জানান, এন এ টি পি-২ এর আওতায় কমিউনিটি বীজ উৎপাদন ২৭ জন প্রদর্শনী চাষীর মধ্যে ৩০ কেজি ইউরিয়া, ২৫ কেজি টিএসপি, ১২ কেজি এমপি, ৫ কেজি জিপসাম, ২ কেজি দস্তা, ২ কেজি ম্যাগনেসিয়াম ও একটি করে সাইন বোর্ড বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার খালেদা পারভীন, কৃষি সম্প্রসারণ অফিসার শরিফুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার বিমল কৃঞ্চ সাহা, স্বপন কুমার বিশ্বাসসহ উপ-সহকারী কৃষি সম্প্রসারণ অফিসারগণ। প্রতিবন্ধীর ঘরে বিদ্যুত নিজস্ব সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ২ জানুয়ারি ॥ মাধবপুরে আবেদনের ২ ঘণ্টার মধ্যেই বিদ্যুত সংযোগ পেয়েছেন এক প্রতিবন্ধী পরিবার। হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির নোয়াপাড়া আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে দ্রুত বিদ্যুত সংযোগ পেলেন ওই পরিবার। নোয়াপাড়া আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মোশারফ হোসেন জানান, মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের অসহায় শারীরিক প্রতিবন্ধী ফরিদ মিয়া বুধবার সকালে নোয়াপাড়া আঞ্চলিক কার্যালয়ে বিদ্যুতের আবেদন করেন। বিষয়টি মানবিক বিবেচনা করে আবেদনের সঙ্গে সঙ্গেই মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে ফরিদ মিয়ার ঘরে বিদ্যুত সংযোগ দেয়া হয়। বিদ্যুত পেয়ে ফরিদ মিয়া বলেন এত তাড়াতাড়ি সম্পূর্ণ বিনা খরচে বিদ্যুত পাব আমি কল্পনাও করিনি।
×