ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে ভাড়া বাসায় গার্মেন্টস কর্মীর লাশ

প্রকাশিত: ০৪:২৩, ৩ জানুয়ারি ২০১৯

কেরানীগঞ্জে ভাড়া বাসায় গার্মেন্টস কর্মীর লাশ

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২ জানুয়ারি ॥ কেরানীগঞ্জে জাকির হোসেন (৪২) নামে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে কালিন্দী ইউনিয়নের পটকাজোড় এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে লাশ উদ্ধারের পর বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল পাঠিয়েছে পুলিশ। জাকির হোসেনের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জে একটি তৈরি পোশাক প্রতিষ্ঠানে চাকরি করতেন। কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যোবায়ের জানান, যে বাসা থেকে জাকির হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে সেটি ভাড়া নিয়ে তিনি একাই থাকতেন। প্রতিবেশীদের বরাত দিয়ে তিনি আরও জানান, থার্টিফার্স্ট নাইট উদ্যাপন করতে দুই বন্ধুকে নিয়ে নিজের বাসায় ছিলেন আমির হোসেন। ধারণা করা হচ্ছে, ওই সময় তারা একত্রে মদ্যপান করেছিল। এরপর রাতের কোন এক সময় জাকির হোসেনকে ছুরিকাঘাতে হত্যার পর তারা পালিয়েছে। নিহতের ছোট ভাই বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) কর্মরত দেলোয়ার হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মিটফোর্ড হাসপাতাল মর্গে গিয়ে জাকির হোসেনের লাশ তারা শনাক্ত করেন। মাদারীপুর জেলার কালকিনি থানাধীন দাশার গ্রামে তাদের বাড়ি। বাবার নাম মৃত আমির হোসেন।
×